কোপার কোয়ার্টার ফা্ইনালে সান্দ্রো মার্তিনেজের গোলে প্রথমার্ধে এগিয়ে ছিল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে কেভিন রডরিগেজের গোলে সমতা ফেরায় ইকুয়েডর। তার আগে ইকুয়েডর অধিনায়ক পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন। নির্ধারিত সময় ফল ১-১ থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
শেষ মুহূর্তে ইকুয়েডর গোল পরিশোধ করায় কোপা আমেরিকার শেষ আটের প্রথম ম্যাচটি গড়াল টাইব্রেকারে। আর্জেন্টিনার হয়ে প্রথম শট নিতে এলেন অধিনায়ক লিওনেল মেসি। সবাই যখন গোল উদযাপনে প্রস্তুত, তখনই বিস্ময়করভাবে মেসির শট গিয়ে লাগল গোলবারে! কিছু সময়ের জন্য হলেও স্তব্ধতা নামল আকাশী নীল সমর্থকদের মাঝে। ম্যাচ শেষে মেসি জানালেন, পেনাল্টি মিস করে তিনি রেগে গিয়েছিলেন।
সংবাদ সম্মেলনে মেসি বলেছেন, ‘ আমি আগেই ঠিক করে রেখেছিলাম, যদি সুযোগ আসে, আমি এভাবে শট নেব। দিবু (এমিলিয়ানো মার্তিনেস) ও রুইয়ির (হেরোনিমো রুইয়ি) সঙ্গে আগেই এ নিয়ে কথা বলেছিলাম।’
মেসি ভুল করলেও ভুল করেননি এমিলিয়ানো মার্টিনেজ। ইকুয়েডরের টানা দুই শট ঠেকিয়ে নায়ক বনে যান। ম্যাচ শেষে তার প্রশংসাও করেছেন মেসি। তিনি বলেন, ‘আমি জানতাম, এ ধরনের সময়ে দিবু দাঁড়িয়ে যাবে। এ ধরনের মুহূর্তই ওর পছন্দ, যেটা তাকে বড় করে তুলেছে। ও গোলবারের নিচে থাকলে অন্য রকম হয়ে ওঠে।’
Discussion about this post