মুজিববর্ষের কর্মসূচির অংশ হিসেবে সাদার্ন স্পোর্টস সেন্টারের উদ্যোগে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার ব্যাডমিন্টন ও ক্যারাম ইভেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার সকালে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে স্বাস্থ্যবিধি মেনে কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। তবে করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতির কারণে ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারেননি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান।
প্রফেসর সরওয়ার জাহান বলেন, পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমকে সব সময় প্রধান্য দিয়ে থাকে সাদার্ন ইউনিভার্সিটি। খেলাধুলা শারীরিক ও মানসিক উন্নয়নের পাশাপাশি সহকর্মীদের সাথে যোগাযোগের সেতুবন্ধন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সাদার্ন ইউনিভার্সিটির স্পোর্টস সেন্টারের ইনচার্জ সাইফুল্লাহ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী রেজিস্ট্রার ড. মো. সফিউল্লাহ মীর, ইসলামিক শিক্ষা বিভাগের প্রভাষক মহিউদ্দিনসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।
Discussion about this post