শিক্ষার আলো ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ২১ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের অন্তর্ভুক্ত বিভাগ বা ইনস্টিটিউটসমূহ এবং জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এম.ফিল ও পিএইচ.ডি প্রোগ্রামে ভর্তির জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা হচ্ছে।
ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করে এম.ফিল ও পিএইচ.ডি উভয় ক্ষেত্রে ফি বাবদ গবেষণাবৃত্তিসহ ৭০০ টাকা এবং গবেষণাবৃত্তি ছাড়া ৫০০ টাকা পরিশোধ করে, অগ্রণী বা জনতা ব্যাংকের যে কোন শাখা হতে রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর অনুকূলে ইস্যুকৃত ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারসহ আবেদন ফরম ২১ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রার অফিসের উচ্চ শিক্ষা ও গবেষণা শাখায় জমা দেয়া যাবে।
এম.ফিল ও পিএইচ.ডি প্রোগ্রামে ভর্তির যোগ্যতা ও অন্যান্য নিয়মাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অথবা প্রশাসনিক ভবনের উচ্চ শিক্ষা ও গবেষণা শাখা হতে জানা যাবে।
Discussion about this post