শিক্ষার আলো ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা তারিখঃ
আইবিএ ইউনিট – ২৮ নভেম্বর
চারুকলা ইউনিট – ২৯ নভেম্বর
ব্যবসায় শিক্ষা ইউনিট – ৬ ডিসেম্বর
বিজ্ঞান ইউনিট – ২০ ডিসেম্বর
মানবিক ইউনিট – ২০ ডিসেম্বর।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
১৩ ও ১৪ জানুয়ারি ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাবি স্নাতক সম্মান প্রথম বর্ষের (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ২৩ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর। ২১ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
খুলনা বিশ্ববিদ্যালয়
২০২৫-২৬ শিক্ষাবর্ষের খুলনা বিশ্ববিদ্যালয় (
খুবি) স্নাতক প্রথম বর্ষে ভর্তি আবেদন ৭ নভেম্বর থেকে শুরু হয়ে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এ বছরের ১৮ ও ১৯ ডিসেম্বর, এবং ফলাফল প্রকাশ করা হবে ৩০ ডিসেম্বর। চূড়ান্ত ভর্তি শেষে আগামী বছরের ২৫ জানুয়ারি থেকে ওরিয়েন্টেশন, রেজিস্ট্রেশন ও শ্রেণি কার্যক্রম শুরু হবে।
এ ইউনিট- পরীক্ষা- ১৯-১২-২০২৫
বি ইউনিট- পরীক্ষা- ১৯-১২-২০২৫ দুপুর ২’৩০ টা – দুপুর ৪.৩০ টা
সি ইউনিট- পরীক্ষা- ১৮-১২-২০২৫ দুপুর ১’৩০ টা – দুপুর ৩.৩০ টা
ডি ইউনিট- পরীক্ষা- ১৮-১২-২০২৫ সকাল ১০ টা – দুপুর ১২ টা
রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন আগামী ২০ নভেম্বর থেকে শুরু হয়ে ৬ ডিসেম্বর তারিখ পর্যন্ত চলবে। ভর্তি পরীক্ষা দুই শিফটে সকাল ১১টা থেকে দুপুর ১২টা ও বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল অঞ্চলে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে।
১৬ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান)
১৭ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক) এবং
২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের (বানিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২২ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
শিক্ষার্থীদের সুবিধার্থে এবারই প্রথমবারের মতো
রুয়েটের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রেও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সভার সিদ্ধান্ত অনুসারে, স্নাতক প্রথমবর্ষ (২০২৫-২৬) ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
আগামী বছরের ১৭ জানুয়ারি এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ডিসেম্বরের শেষ সপ্তাহ।
জবি ভর্তি পরীক্ষা –
চলতি বছরের ৫ ডিসেম্বর ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হবে বিশ্ববিদ্যালয়টির ভর্তি যুদ্ধ।
চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে ৫ ডিসেম্বর, বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর , বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়াও আগামী বছরের ৯ জানুয়ারি সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ডি-ইউনিটের পরীক্ষা এবং কলা ও আইন অনুষদভুক্ত বি-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) বিকেল ৩টা ৩০মিনিট থেকে ৪টা ৩০মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
মেডিকেল ওডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা
১২ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টা–১১:১৫
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও বেসরকারি পাঁচটি আর্মি মেডিকেল ও নেভি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা
আগামী ১৯ ডিসেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক ঘণ্টা ১৫ মিনিটের এ পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি।
‘এ’ ইউনিট: ২ জানুয়ারি
‘বি’ ইউনিট: ৩ জানুয়ারি
‘বি১’ উপ-ইউনিট: ৫ জানুয়ারি
‘বি২’ উপ-ইউনিট: ৬ জানুয়ারি
‘সি’ ইউনিট: ৯ জানুয়ারি
‘ডি’ ইউনিট: ১০ জানুয়ারি
‘ডি১’ উপ-ইউনিট: ১২ জানুয়ারি
HSTU ২০২৫-২৬ সেশনের ভর্তি পরীক্ষা ডিসেম্বরের শেষ সপ্তাহ অথবা জানুয়ারীর ১ম সপ্তাহে।
ভর্তি পরীক্ষাঃ ০৯ ও ১০ জানুয়ারি ২০২৫
FASS: ০৯ জানুয়ারি ( সকাল ১০.০০-১১.০০)
FSSS: ০৯ জানুয়ারি ( দুপুর ৩.০০-৪.০০)
FST: ১০ জানুয়ারি ( সকাল ৯.০০-১০.০০)
MIST ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর।
বুয়েট ভর্তি পরীক্ষা
অনলাইনে আবেদন শুরু হবে ১৬ নভেম্বর (রবিবার) সকাল ১০টা থেকে এবং শেষ হবে ২ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেল ৩টায়। মোবাইল বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি প্রদান করা যাবে ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৩টা পর্যন্ত। এছাড়া E, T, S ও R চিহ্নিত আবেদনপত্রগুলো ১৮ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রার অফিসে সরাসরি বা কুরিয়ারের মাধ্যমে জমা দিতে হবে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৭ ডিসেম্বর (বুধবার)। এরপর ১০ জানুয়ারি ২০২৬, শনিবার অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামসহ মেধাক্রমের তালিকা প্রকাশ করা হবে ৭ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার।
অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর হবে।
বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ৩০ ও ৩১ জানুয়ারি তারিখে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ জানুয়ারি (শুক্রবার) সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত। লিখিত পরীক্ষার ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হবে ২৫ জানুয়ারি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
A ও B ইউনিটঃ ১৮ ডিসেম্বর
C ও D ইউনিটঃ ১৯ ডিসেম্বর।
GST-গুচ্ছ বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি।
২৭ মার্চ — সি ইউনিট
৩ এপ্রিল — বি ইউনিট
১০ এপ্রিল — এ ইউনিট।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ
* ই-ইউনিট (চারুকলা অনুষদ): ১৩ ডিসেম্বর ২০২৫ (শনিবার)
* এ-ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ): ২৬ ডিসেম্বর ২০২৫ (শুক্রবার)
* সি-ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ): ২৭ ডিসেম্বর ২০২৫ (শনিবার)
* ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ): ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার)
* বি-ইউনিট (কলা ও আইন অনুষদ): ২৩ জানুয়ারি ২০২৬ (শুক্রবার)
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
’ আগামী বছরের ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি নিজস্ব ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
আবেদনের সময়সীমা: ১৬ নভেম্বর ২০২৪ বিকেল ৪টা থেকে ১৭ ডিসেম্বর ২০২৪ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ
ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি
কুমিল্লা ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ তিনটি ইউনিটে অনুষ্ঠিত হবে। যেসব শিক্ষার্থীরা HSC 2025 পাস করেছেন তারা এই ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। নিচের টেবিলে Admission Test Date এবং সময়সূচি দেওয়া হলো:
প্রথম দিন অর্থাৎ ৩০ জানুয়ারি মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরের দিন ৩১ জানুয়ারি একই দিনে দুটি ইউনিটের পরীক্ষা নেওয়া হবে – সকালে সি ইউনিট (বিজ্ঞান) এবং বিকেলে বি ইউনিট (বাণিজ্য)।
কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা
২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৬ সালের ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ বছর ভর্তি পরীক্ষার দায়িত্বে রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) ।
ভর্তি পরীক্ষা দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত চলবে। পরীক্ষার প্রযুক্তিগত ও প্রশাসনিক সব সমন্বয় করবে গাকৃবি। এ ছাড়া ACAS–এর অনলাইন আবেদনের গ্রহণ শুরু হবে ২৫ নভেম্বর থেকে এবং চলবে ১৫ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।
Discussion about this post