আর্ন্তজাতিক ডেস্ক
বিদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য একটি প্রধান বৃত্তি কর্মসূচি বাতিল করছে নাইজেরিয়া। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশে উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং ‘সীমিত সরকারি অর্থের’ কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রেসিডেন্ট বোলা তিনুবুর সংস্কার কার্যক্রমের পর দেশটি অর্থনৈতিক সংকটে পড়ায় এই পদক্ষেপটি নেয়া হয়েছে।
এএফপি জানিয়েছে, এক বিবৃতিতে নাইজেরিয়ার শিক্ষামন্ত্রী মরুফ ওলাতুনজি আলাউসা বলেন, নাইজেরীয় শিক্ষার্থীরা ‘বিইএ’ -এর মাধ্যমে যে সকল কোর্স পড়তে বিদেশে যায়, সেগুলি এখন আমাদের নিজস্ব বিশ্ববিদ্যালয় ও পলিটেকনিকে পাওয়া যায় এবং অনেক ক্ষেত্রেই সেগুলোর মানও ভালো।
তিনি বলেন, এই অর্থ বিদেশে শিক্ষার্থী পাঠানোর চেয়ে, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মানোন্নয়নে খরচ করাই বেশি যৌক্তিক হবে। তবে বর্তমানে যারা বৃত্তি নিয়ে পড়াশোনা করছে, তারা তাদের কোর্স শেষ না হওয়া পর্যন্ত অর্থ সহায়তা পাবে।
Discussion about this post