খেলাধূলা ডেস্ক
এশিয়া কাপের ১৭তম আসরের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৪ উইকেটে জয় পেলো বাংলাদেশ। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অধিনায়ক লিটন দাস।
ব্যাট করতে নেমে ১৬৯ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় শ্রীলঙ্কা। দাসুন শানাকার ঝড়ো ব্যাটিংয়ে ৭ উইকেটে তুলে ১৬৮ রান। লঙ্কান এই অলরাউন্ডার ঝড়ো ব্যাটিংয়ে ৩৭ বলে অপরাজিত থাকেন ৬৪ রানে। তাতে ছিল ৩টি চার ও ৬টি ছক্কার মার!
শুরুটা যেমন দারুণ ছিল শ্রীলঙ্কার, শেষটাও ছিল অসাধারণ। ওপেনিং জুটিতেই পাওয়ার প্লেতে ৪৪ রান যোগ করেছিলেন নিসাঙ্কা ও কুশল। নিসাঙ্কার আউটের পর কুশলও দ্রুত ফিরলে মাঝ ইনিংসে পথ হারিয়ে বসে তারা। পরে প্রমোশন পেয়ে ব্যাট করতে নামা শানাকার ঝড় ম্যাচে ফেরায় তাদের।
অপরদিকে, বল হাতে সবচেয়ে মিতব্যয়ী ছিলেন মোস্তাফিজ। তার কারণে শেষ দিকে রান পায়নি লঙ্কান দল। ২০ রানে নেন ৩ উইকেট। মাঝের দিকে লঙ্কানদের বিপদে ফেলেন অফস্পিনার মেহেদী হাসান। ২৫ রানে দুটি উইকেট নিয়েছেন। শুরুর জুটি ভাঙা তাসকিন ৩৭ রানে নেন একটি উইকেট। সবচেয়ে ব্যয়বহুল ছিলেন শরিফুল ইসলাম। কোনও উইকেট না পেলেও খরচ করেন ৪৯ রান।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। তানজিদ হাসান শূন্য রানে আউট হন। তবে ওপেনার সাইফ হাসান ও অধিনায়ক লিটন দাস মিলে চাপ সামলে নেন। লিটন ২৩ রান করে ফিরলেও সাইফ খেলেন ৪৫ বলে দুর্দান্ত ৬১ রানের ইনিংস। এরপর তাওহীদ হৃদয় দলের জয়ে রাখেন সবচেয়ে বড় ভূমিকা। ৩৭ বলে ৫৮ রান, তার ইনিংস চারটি চার আর দুটি ছক্কায় সাজানো।
শেষ দিকে জাকের আলী অনিক ৪ বলে ৯ রান করে দলের জয় নিশ্চিত করেন। যদিও শেষ ওভারে টানটান উত্তেজনা তৈরি হয়।
শেষ ওভারে তৈরি হলো দারুণ এক নাটকীয়তা। জয়ের জন্য রান প্রয়োজন ৫টি। প্রথম বলেই বাউন্ডারি মেরে দিলেন জাকের আলি অনিক। ৫ বলে প্রয়োজন আর ১ রান। কিন্তু বিধিবাম, দ্বিতীয় বলেই শানাকার স্লোয়ার অফকাটারে বোল্ড জাকের।
তৃতীয় বল মোকাবিলা করতে নামলেন শেখ মেহেদী। কোনো রান নিতে পারলেন না। হাই বাউন্সে আসা চতুর্থ বলটিতে পুল করতে চেয়েছিলেন মেহেদী। কিন্তু সেটি গিয়ে সোজা আশ্রয় নেয় উইকেটরক্ষকের গ্লাভসে। জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। কাল বিলম্ব না করেই রিভিউ চেয়ে বসেন লঙ্কান বোলার দাসুন শানাকা। রিভিউতে দেখা যায় বল মেহেদীর ব্যাট ছুঁয়ে গেছে বলটি। সুতরাং, আউট।
চরম নাটকীয়তা জমে ওঠে তখন। ২ বলে প্রয়োজন ১ রান। নাসুম আহমেদ ব্যাট হাতে নামেন এ সময়। এবার শানাকার কাছ থেকে অনায়াসেই সিঙ্গেলস বের করে নিয়ে বাংলাদেশ দলকে জয় উপহার দিলেন নাসুম আহমেদ।
সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়ে ফাইনালের পথে একধাপ এগিয়ে থাকলো টাইগাররা। বল বাকি ছিল ১টি।
শ্রীলঙ্কার হয়ে হাসারাঙ্গা ও শানাকা দুইটি করে উইকেট নিয়েছেন। এছাড়া থিসারা ও চামিরা একটি করে উইকেট পান।
এই জয়ের ফলে সুপার ফোরে নিজেদের অবস্থান আরও মজবুত করল টাইগাররা। মোস্তাফিজ-হৃদয়-সাইফ তথা দারুণ টিম কম্বিনেশনে শ্বাসরুদ্ধকর ম্যাচটি জিতে এক ধাপ এগিয়ে রইলো বাংলাদেশ।
হৃদয় পেয়েছেন গেমচেঞ্জার অব দ্য ম্যাচ পুরস্কার। ৩৭ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় ৫৪ রানের ইনিংস খেলেন তিনি।
ম্যাচসেরা হয়ে সাইফ পেয়েছেন ৫ হাজার ডলার পুরস্কার, হৃদয় জিতেছেন সাড়ে ৩ হাজার ডলার।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১৯.৫ ওভারে ১৬৯/৬ (শামীম ১৪*, নাসুম ১*; তানজিদ ০, লিটন ২৩, সাইফ ৬১, হৃদয় ৫৮, জাকের ৯, মেহেদী ০)
শ্রীলঙ্কা ২০ ওভারে ১৬৮/৭ (শানাকা ৬৩*, ওয়েল্লালাগে ০*; নিসাঙ্কা ২২, মেন্ডিস ৩৪, মিশারা ৫, পেরেরা ১৬, আসালাঙ্কা ২১, কামিন্দু ১, হাসারাঙ্গা
Discussion about this post