খেলাধূলা ডেস্ক
তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনের ফাইফার ছোঁয়া ক্যারিয়ারসেরা বোলিংয়ে বড় জয় পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের স্পিন বোলিংয়ের ইতিহাসে এ এক নতুন অধ্যায়! ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে প্রথম ওয়ানডেতে ঘূর্ণির জাদুতে ৫ উইকেট তুলে নিয়ে তিনি গড়েছেন অনন্য রেকর্ড—ওয়ানডেতে বাংলাদেশের প্রথম ডানহাতি স্পিনার হিসেবে ৫ উইকেট নেওয়ার কীর্তি।
বাংলাদেশ পেল তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৭৪ রানের দাপুটে জয়।এই জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন রিশাদ হোসেন, যিনি একাই তুলে নিয়েছেন ৬টি উইকেট মাত্র ৩৫ রানের বিনিময়ে, সঙ্গে ব্যাট হাতে ১৩ বলে ২৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে জয়ের পুঁজি যোগ করেছেন।
২০৭ রানের লক্ষ্য তাড়ায় ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ছিল ভালোই। ওপেনিং জুটিতে ৫১ রান তুলে ভরসা জাগিয়েছিলেন ব্র্যান্ডন কিং ও অ্যালিক অ্যাথানেজ। কিন্তু এরপরই মিরপুরে শুরু রিশাদ-ঝড়। নিজের প্রথম ওভারেই ফিরিয়ে দেন অ্যাথানেজকে, তারপর একে একে তুলে নেন কিং, কার্টি, রাদারফোর্ড, চেজ ও শেষ ব্যাটার সিলসকে। ৯ ওভারে মাত্র ৩৬ রানের বিনিময়ে ৬ উইকেট—বাংলাদেশের ইতিহাসে ওয়ানডেতে কোনো লেগ স্পিনারের সেরা বোলিং ফিগার এখন তার দখলে।
এই ম্যাচে রিশাদ যেন নিজের সীমানা ছাড়িয়ে গেছেন। আফগানিস্তানের বিপক্ষে তার আগের সেরা বোলিং ছিল ২/৩৭। এবার সেই রেকর্ডকে ছাড়িয়ে পাঁচ শিকার তুলে নিয়েছেন মাত্র ২৫ রানে।
এর আগে এই কৃতিত্ব ছিল না দেশের কোনো ডানহাতি স্পিনারের দখলে। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটার আর পার্ট টাইম স্পিনার রাজিন সালেহ নিয়েছিলেন ৪ উইকেট ১৬ রানে—যা এতদিন ছিল সর্বোচ্চ। প্রায় দুই দশক পর সেই রেকর্ড ভেঙে দিলেন রিশাদ।
আজ মিরপুরে তার বোলিং ফিগার—৮ ওভারে ৩২ রান দিয়ে ৫ উইকেট। প্রতিটি উইকেটই ছিল গুরুত্বপূর্ণ মুহূর্তে। বলতে গেলে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে রিশাদই তুলে দিয়েছেন। ইনিংসের গতি ভেঙে দিয়ে বারবার ফিরেছেন আক্রমণে, আউট করেছেন ওয়েস্ট ইন্ডিজের শীর্ষ পাঁচ ব্যাটারকে।
বাংলাদেশের ঘূর্ণি ঐতিহ্য এতদিন মূলত বাঁহাতি বোলারদের ঘিরেই আবর্তিত হয়েছে—সাকিব আল হাসান, তাইজুল ইসলাম বা নাসুম আহমেদের মতো স্পিনাররা দলকে বহুবার জিতিয়েছেন। এবার সেই ধারায় নতুন মাত্রা যোগ করলেন রিশাদ, দেশের প্রথম সফল ডানহাতি লেগ স্পিনার হিসেবে।
Discussion about this post