খেলাধুলা ডেস্ক
করোনার বাড়তি প্রটোকলে প্রথম লেগে জার্মান ক্লাব বরুশিয়া মনশেনগ্লাডবাখ নিজেদের মাঠে খেলার সুযোগ না পাওয়ায় ফিরতি লেগও নিরেপক্ষ ভেন্যুতে আয়োজন করে উয়েফা। অবশ্য তাতে এবারও সিটির জয় ঠেকানো যায়নি। প্রথম লেগের মত ফিরতি লেগেও জয় নিয়ে মাঠ ছেড়েছে পেপ গার্দিওয়ালার দল।
মঙ্গলবার বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো ফিরতি লেগে ২-০ গোলে জিতেছে সিটিজেনরা। প্রতিযোগিতার এই পর্বের প্রথম লেগেও ২-০ গোলের জয় পেয়েছিল পেপ গার্দিওয়ালার দল। এই জয়ে দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের এগিয়ে থেকে টানা চতুর্থবার প্রতিযোগিতার শেষ আটে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টারের ক্লাবটি।
প্রথম লেগে এগিয়ে থাকা রাতে নির্ভার হয়ে খেলতে নামে ম্যানচেস্টার সিটি। শুরু থেকেই বল দখলে এগিয়ে থাকা সিটিজেনরা প্রথম গোলের দেখা পায় ম্যাচের ১২তম মিনিটে। রিয়াদ মাহরেজের পাসে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন।
গোল পেয়ে সিটি আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয়। যার ফলাফলও পায় মাত্র ৬ মিনিটের মধ্যে। ম্যাচের ১৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে খেলা কার্যত শেষ করে দেন চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা ইলকাই গিনদোয়ান। প্রায় মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে ফোডেন পাস দেন ডি-বক্সের সামনে। ভেতরে ঢুকে ডান পায়ের নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন জার্মান এই মিডফিল্ডার।
ইলকাই গিনদোয়ানের গোলটি আসরে ম্যানচেস্টার সিটির শততম গোল।এ নিয়ে সবধরনের প্রতিযোগিতায় টানা আট মৌসুমে ১০০ গোল করলো ম্যানচেস্টার সিটি। ইংলিশ ক্লাব ফুটবল ইতিহাসে কেবল নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডই তাদের চেয়ে বেশি টানা নয় মৌসুম শত গোল করতে পেরেছে।
মাত্র ৬ মিনিটে ২ গোল খেয়ে রক্ষণাত্মক খেলা শুরু করে মনশেনগ্লাডবাখ। প্রথমার্ধের বাকি সময়ে ম্যাচে ফেরার চেয়ে রক্ষণেই নজর দেয় বেশি জার্মান ক্লাবটি। বিরতি থেকে ফিরে নিজেদের রক্ষণ ঠিক রেখে কিছু সময় আক্রমণে উঠার চেষ্টা করলেও সিটির ডিফেন্সে চিড় ধরাতে পারেনি মার্কো রোসের দল। উল্টো ম্যাচের ৬৬তম মিনিটে রিয়াদ মাহরেজের শট দারুণ দক্ষতায় গোলরক্ষক ঠেকাতে না পারলে গোল খেয়ে বসত জার্মান বুন্দেস লিগায় বর্তমানে পয়েন্ট টেবিলের দশে থাকা দলটি। বাকি সময় আর কেউ গোল করতে না পারলে জয় নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা।

















Discussion about this post