খেলাধূলা ডেস্ক
লন্ডন অলিম্পিকে নারী ফুটবলে প্রথমবারের মতো ফাইনালে খেলার স্বপ্ন দেখেছিল কানাডা। সেমিফাইনালে তারা নারী ফুটবলের সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিদায় নেয়।
তবে এবার প্রথমবারের মতো অলিম্পিক গেমসের নারী ফুটবলাররা উঠে গেছে ফাইনালে।
এটা কানাডার মেয়েদের জন্য ঐহিতাসিক এক মুহূর্ত। আর ঐতিহাসিক মুহূর্তটা তৈরি করে দিয়েছেন তাদের ২৩ বছর বয়সী মিডফিল্ডার আলেকজান্দ্রা ফ্লেমিং জেসি। কানাডার জার্সিতে ৮৫ ম্যাচ খেলা জেসি পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন ৭৪ মিনিটে।
সুইডেন ও অস্ট্রলিয়ার মধ্যেকার দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী দলের বিপক্ষে ৬ আগস্ট স্বর্ণজয়ের লড়াইয়ে নামবে কানাডার মেয়েরা।













Discussion about this post