বিনোদন ডেস্ক
চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও জাকিয়া বারী মম প্রথমবার জুটি বেঁধে একটি ছবিতে অভিনয় করেছেন। থ্রিলার ও প্রেমের গল্প নিয়ে নির্মিত এ ছবির নাম ‘আগামীকাল’। এটি পরিচালনা করেছেন অঞ্জন আইচ। এতে ইমন মেডিকেল থেকে সদ্য এমবিবিএস পাশ করা শিক্ষার্থীর চরিত্রে অভিনয় করেছেন। অন্যদিকে মমকে দেখা যাবে অন্যের বাড়িতে আশ্রিতা অনাথ এবং গরিব ঘরের সন্তান হিসাবে।
এতে অভিনয় প্রসঙ্গে ইমন বলেন, ‘গল্পপ্রধান এ ছবিতে অভিনয় করে ভালো লেগেছে। কারণ মৌলিক গল্পের পাশাপাশি নির্মাণশৈলীও ভালো ছিল।’ মম বলেন, ‘দীর্ঘদিন পর ভালো একটি চরিত্র পেয়েছি এ ছবিতে। থ্রিলারধর্মী গল্পের সঙ্গে ত্রিভুজ প্রেমের বিষয় রয়েছে এখানে। আশা করছি এটি সবার ভালো লাগবে।’ মাসুদ মঞ্চ ইন্টারন্যাশনালের প্রযোজনায় নির্মিত এ ছবিটি শিগ্গির প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।















Discussion about this post