শিক্ষার আলো ডেস্ক
২০২৫-২৬শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম স্থান অর্জন করেছেন সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী জাহাঙ্গীর আলম শান্ত। তার প্রাপ্ত নম্বর হলো ৯১.২৫। ভর্তি পরীক্ষায় তার রোল নম্বর ২৪১৩৬৭১।
আজ রোববার (১৪ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
শান্তর বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলায়। সেখানকার বারৈচা রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে এসএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পান। রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে এ বছর গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেন।
ভর্তি পরীক্ষায় প্রথম হওয়ার পর অনুভূতি ব্যক্ত করে শান্ত বলেন, ‘ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর খুবই আশাহত হয়েছিলাম। মনে হয়েছিল আমি ঢাকা মেডিকেল কলেজে পড়তে পারবো না । তারপরও দিনে অন্তত ৮ ঘন্টা পড়ার চেষ্টা করতাম। কখনো কখনো এর চেয়েও বেশি সময় ধরে পড়ালেখা করেছি। আমি মূলত সকাল থেকে পড়া শুরু করতে পছন্দ করতাম। ভোর পাঁচটা থেকে সকাল ৮-৯টা পর্যন্ত পড়তাম। এই সময়টা মুখস্ত ভালো থাকত। ভর্তি প্রস্তুতি শুরুর এক মাস পর তেকে মোবাইল ফোন ব্যবহার বন্ধ রেখেছিলাম। এই সময় মোবাইলটা যে বাসায় থাকতাম ওই বাসার আন্টির কাছে রেখেছিলাম। যখন কাউকে কল করার প্রয়োজন হত, কেবল তখনই মোবাইল নিতাম।’
এবার এমবিবিএস ও বিডিএস পরীক্ষায় পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ।
ফলাফল অনুযায়ী, ভর্তি পরীক্ষায় মোট পাসকৃত পরীক্ষার্থীর সংখ্যা ৮১৬৪২ (৬৬.৫৭%) জন, যাদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৩১১২৮ জন (৩৮.১৩%) এবং নারী পরীক্ষার্থী ৫০৫১৪ জন (৬১.৮৭%)।
ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ হতে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ৫৬৪৫ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
সরকারি ৩৭টি মেডিকেল কলেজ, ঢাকা ডেন্টাল কলেজ ৮টি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহের ৫৬৪৫টি আসনের মধ্যে নির্বাচিত নারী পরীক্ষার্থী ৩৬০৩ জন (৬৩.৮০%) এবং পুরুষ পরীক্ষার্থী ২০৪২ জন (৩৬.২০%)। ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৯১.২৫।
এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ১১.১৫ পর্যন্ত দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে আসন সংখ্যা ৫৬৪৫টি; যার মধ্যে এমবিবিএস ৫১০০ এবং বিডিএস ৫৪৫। বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে আসন সংখ্যা ৭৩৬১টি; যার মধ্যে এমবিসিএস ৬০০১ এবং বিডিএস ১৩৬০। এমবিবিএস কোর্সে ১১১০১টি এবং বিডিএস কোর্স ১৯০৫টি, অর্থাৎ সর্বমোট ১৩০০৬টি আসনের বিপরীতে এ বছর মোট আবেদনকারী ১২২৬৩২ জন। এদের মধ্যে ৪৯০২৮ জন আবেদনকারী ছেলে এবং ৭৩৬০৪ জন মেয়ে।
ভর্তি পরীক্ষায় অবতীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১২০৪৪০ জন (৯৮.২১%), অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২১৯২ (১.৭৯%) জন, বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ০২ জন।














Discussion about this post