শিক্ষার আলো ডেস্ক
চার দফা দাবিতে ভিসি ভবনে তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৮ মে) দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষার্থীরা অংশ নেন।এসময় তারা ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে’, ‘এই তালা আর খুলবে না, খুলবে না রে খুলবে না’, ‘ইউজিসির বৈষম্য, মানি না মানবো না’, ‘বৈষম্যের বাজেট, মানি না মানবো না’ স্লোগানে প্রকম্পিত করে তোলে পুরো চত্বর।
শিক্ষার্থীদের অভিযোগ , ’বিশ্ববিদ্যালয় হয়েও এখানে এখনও কোন আবাসিক হল নেই। ফলে শিক্ষার্থীদের চরম ভোগান্তির মধ্য দিয়ে চলতে হচ্ছে। এভাবে আর চলতে পারে না। যদি আমাদের প্রাপ্য অধিকার না দেওয়া হয়, যতক্ষণ না আমাদের দাবি পূরণ হয়, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।আমরা বাধ্য হয়েই প্রশাসনিক ভবনে তালা দিয়েছি। যতক্ষণ না আমাদের দাবি পূরণ হয়, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমাদের ধৈর্যের সীমা ইতোমধ্যে পার হয়েছে।’
শিক্ষার্থীদের চার দফা দাবি হল:
১. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধি এবং ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা অন্তর্ভুক্ত করতে হবে।
২. ২য় ক্যাম্পাসের কাজ এবং পুরান ঢাকায় ড. হাবিবুর রহমান হল ও বাণী ভবনের নির্মাণকাজ আগামী ১০ মে, ২০২৫-এর মধ্যে শুরু করতে হবে।
৩. বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২য় ক্যাম্পাস ও হল নির্মাণ কার্যক্রমের অগ্রগতি প্রতি ১৫ দিন অন্তর মুক্তমঞ্চে ব্রিফ করতে হবে।
৪. আগামী ১৫ মে, ২০২৫-এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।
Discussion about this post