শিক্ষার আলো ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হলের বাইরে আটটি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।
অন্যবারের তুলনায় এবার ডাকসুতে ব্যালটের আকার বেড়েছে। এবার ডাকসুতে থাকছে পাঁচ পৃষ্ঠার ব্যালট।
কেন্দ্র এবং ভোটগ্রহণ কক্ষসমূহ
শারীরিক শিক্ষা কেন্দ্র—জগন্নাথ হল (ইনডোর গেমস রুম), শহীদ সার্জেন্ট জহুরুল হক হল (ইনস্ট্রুমেন্ট রুম), সলিমুল্লাহ মুসলিম হল (ইনডোর গেমস রুম)।
ছাত্র-শিক্ষক কেন্দ্র—রোকেয়া হল (ক্যাফেটেরিয়া, গেমস রুম)।
সিনেট ভবন কেন্দ্র—স্যার এ এফ রহমান হল (সেমিনার রুম), হাজী মুহম্মদ মুহসীন হল (অ্যালামনাই ফ্লোর), বিজয় একাত্তর হল (ডাইনিং রুম)।
উদয়ন স্কুল এন্ড কলেজ—সূর্যসেন হল (পশ্চিম পাশের ২য় তলার ২০৩, ২০৪ ও ২০৫ নং কক্ষ), মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল (নীচতলার সেমিনার কক্ষ), শেখ মুজিবুর রহমান হল (মাঝখানের সিঁড়ির ২য় তলায়), কবি জসীম উদদীন হল (মাঝখানের সিঁড়ির ২য় তলায়)।
ভূতত্ত্ব বিভাগ—কবি সুফিয়া কামাল হল (নীচতলা)।
ইউ ল্যাব স্কুল এন্ড কলেজ– শামসুন নাহার হল (নীচতলা)।
প্রসঙ্গত, এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন। আর ১৮টি হল সংসদে নির্বাচন হবে ১৩টি করে পদে। হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১ হাজার ৩৫ জন। অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের ৪১টি ভোট দিতে হবে।
Discussion about this post