হাসান সাজিদ
জার্মানিতে পড়াশোনা করতে আগ্রহী অনেক শিক্ষার্থী এখন দীর্ঘ ভিসা অপেক্ষা ও নানা জটিলতার কারণে হতাশ। কিন্তু ইউরোপেই রয়েছে আরেকটি শক্তিশালী বিকল্প—বেলজিয়াম।
চলুন জেনে নিই A থেকে Z পর্যন্ত—কেন এবং কিভাবে বেলজিয়াম হতে পারে আপনার স্বপ্ন পূরণের ঠিকানা।

ইউরোপের তুলনায় অনেক কম খরচে মাস্টার্স ও ব্যাচেলর ডিগ্রি পাওয়া যায়। পাবলিক ইউনিভার্সিটিতে বার্ষিক ফি: €850–€4,000

ইউনিভার্সিটির কাছে ১ বছরের খরচ জমা দিয়ে ভিসার জন্য প্রমাণ দেখানো যায়। এতে ভিসা পাওয়ার চাঞ্জ জার্মানির মতো।

বেশিরভাগ মাস্টার্স প্রোগ্রাম ১০০% ইংরেজি মাধ্যমে পড়ানো হয়।

Engineering, Data Science, Business, Public Health, AI, Development Studies – যা খুশি পড়ুন!

ইউরোপজুড়ে এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

ইউনিভার্সিটি ও শহরগুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যথেষ্ট সহায়ক।

বিশ্বখ্যাত ইউনিভার্সিটি – রিসার্চ, স্কলারশিপ ও কোর্সে সমৃদ্ধ।

সঠিকভাবে কাগজ জমা দিলে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।

বিভিন্ন কোর্সের সাথে ইন্ডাস্ট্রি প্রজেক্ট ও ইন্টার্নশিপ সংযুক্ত থাকে।


পোস্ট-স্টাডি ওয়ার্ক পারমিট (১২ মাস) এবং EU জব মার্কেটে প্রবেশের সুযোগ।

ইউরোপের সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের একটি — STEM, Business, Philosophy সবই আছে।

মাসিক খরচ: আবাসন + খাবার + ট্রান্সপোর্ট = €700–€900

কিছু ইউনিভার্সিটি IELTS ছাড়াও Medium of Instruction গ্রহণ করে।

ফরাসি বা ডাচ জানা লাগবে না — ইংরেজিতেই সব সম্ভব।

VLIR-UOS, Erasmus Mundus, University-funded স্কলারশিপ রয়েছে।

ট্রাম, বাস, ট্রেন – সবই সাশ্রয়ী ও সময়নিষ্ঠ।

জার্মানির তুলনায় ভিসা দ্রুত মেলে (৪–৮ সপ্তাহ সাধারণত)।

বিশ্বমানের ল্যাব ও রিসার্চ ফ্যাসিলিটি; রিসার্চ-ভিত্তিক মাস্টার্স পাওয়া যায়।

বেলজিয়াম ইউরোপের অন্যতম নিরাপদ দেশ, জীবনযাত্রার মানও উচ্চ।

কিছু ইউনিভার্সিটি পারফর্মেন্স বা আর্থিক অবস্থার ভিত্তিতে ফি মওকুফ করে।







বিশেষ করে উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য সবচেয়ে চাওয়াপাওয়া স্কলারশিপ।

সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করার অনুমতি – খরচের কিছুটা কভার করা যায়।

ফ্রান্স, নেদারল্যান্ডস, জার্মানি – বর্ডার পেরিয়ে ট্রেনে ঘুরে আসুন!

সাধারণত সেপ্টেম্বর (Fall Intake), কিছু ক্ষেত্রে ফেব্রুয়ারি (Spring Intake)

জার্মানির মতো অপেক্ষা নয় – সময়মতো আবেদন করলে ঝামেলাবিহীন প্রসেস।
জার্মানিতে দেরি বা অনিশ্চয়তা থাকলে সময় নষ্ট না করে এখনই বেলজিয়ামকে বিকল্প হিসেবে বিবেচনা করুন। ইউরোপিয়ান ডিগ্রি, পোস্ট-স্টাডি সুযোগ, স্কলারশিপ – সবই পাবেন বেলজিয়ামে। এখনই শুরু করুন রিসার্চ, ফলো করুন ডেডলাইন। সবার জন্য শুভকামনা রইলো।।
Discussion about this post