শিক্ষার আলো ডেস্ক
সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৯তম বিশেষ বিসিএস (সাধারণ শিক্ষা) পরীক্ষার চূড়ান্ত ফলাফল সম্প্রতি প্রকাশ করেছে। এতে মোট ৬৬৮ জন প্রার্থীকে বিভিন্ন পদে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।
মনোনীত হওয়া প্রার্থীদের তালিকায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী খাদিজা আক্তারও। অনার্স পরীক্ষার ফল এখনো প্রকাশিত না হলেও নিয়ম অনুযায়ী ‘অ্যাপিয়ার্ড’ দেখিয়ে তিনি পরীক্ষায় অংশ নিয়ে এই অর্জন করেন। জানা গেছে, তিনি ঢাবির ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক। তার বাড়ি সুনামগঞ্জ জেলার মধ্যনগর এলাকায়।
উচ্চশিক্ষার শেষ বর্ষে গবেষণা, সেমিনার, প্রেজেন্টেশন, ফিল্ড ওয়ার্কসহ একটি কমপ্রেহেনসিভ থিওরি পরীক্ষা সম্পন্ন করার পর বিশ্ববিদ্যালয় তাদের ‘অ্যাপিয়ার্ড’ সার্টিফিকেট দেয়। সে সুযোগে তিনি বিসিএসে আবেদন করেন এবং শেষ পর্যন্ত সুপারিশপ্রাপ্ত হন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউটের শিক্ষার্থী খাদিজা আক্তার হয়েছেন দেশের সর্বকনিষ্ঠ ক্যাডার। অনার্সের চূড়ান্ত ফলাফল প্রকাশের আগেই বিসিএসে উত্তীর্ণ হয়ে তিনি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। খাদিজা মধ্যনগর গ্রামের মরহুম আব্দুল আজিজ ও হাজেরা বেগম দম্পতির একমাত্র কন্যা। তিনি মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও সিলেট সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করার পর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
সাফল্যের অনুভূতি জানিয়ে খাদিজা আক্তার বলেন, এটা আমার জীবনের স্বপ্ন ছিল। মনে হচ্ছে এখনো স্বপ্ন দেখছি। এই অর্জনে আল্লাহর রহমত এবং মায়ের দোয়া সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।
মেধাবীর এ অনন্য সাফল্যে শিক্ষক, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী উচ্ছ্বসিত। সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি ভালোবাসা, শুভেচ্ছা ও গর্ব প্রকাশে ভরে উঠেছে নিউজফিড।















Discussion about this post