শিক্ষার আলো ডেস্ক
ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিচ্ছে। ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী প্রার্থীদের দেবে এ বৃত্তি। বৃত্তির মেয়াদ দুই বছর। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কোনো শিক্ষার্থী এ শিক্ষাবৃত্তি পেলে এইচএসসি পর্যন্ত আর্থিক সহায়তা মিলবে। আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। সরাসরি/ডাকযোগে/কুরিয়ারযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদনের সুযোগ আগামী ৬ আগস্ট পর্যন্ত।
বৃত্তির আর্থিক পরিমাণসমূহ-
- উচ্চমাধ্যমিক বা এইচএসসি পড়াকালীন প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে ২ বছরে মোট ৬০ হাজার টাকা পাবে শিক্ষার্থীরা।
- এ ছাড়া প্রতিবছর পাঠ্য উপকরণ কিনতে ২ হাজার ৫০০ টাকা ও পোশাকের জন্য ১ হাজার টাকা করে অনুদান মিলবে।
আবেদনের সুযোগ যাদের-
সিটি করপোরেশন ও জেলা শহরের অন্তর্গত স্কুলের শিক্ষার্থীদের জিপিএ-৫ থাকতে হবে।
- গ্রামীণ বা অনগ্রসর অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জিপিএ–৪.৮৩ থাকতে হবে।
অন্য শর্তাবলী-
- সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে যেসব শিক্ষার্থী বৃত্তি পাচ্ছে, তারা এ বৃত্তির যোগ্য বলে বিবেচিত হবে না।
- গ্রামীণ অনগ্রসর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বৃত্তির ৯০ শতাংশ নির্ধারিত থাকবে।
- মোট বৃত্তির ৫০ শতাংশ ছাত্রীদের প্রদান করা হবে।
- চতুর্থ বিষয় ব্যতীত প্রাপ্ত জিপিএ সঠিকভাবে উল্লেখ করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র-
- আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি।
- আবেদনকারীর মা-বাবার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি।
- এসএসসি বা সমমানের পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি।
আবেদন যেভাবে-
আগ্রহী প্রার্থীরা এখানে (app.dutchbanglabank.com/DBBLScholarship) ক্লিক করে আবেদন করতে পারবে।- প্রাথমিকভাবে বাছাইকৃত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে: ২৫ আগস্ট ২০২৫।
- প্রাথমিকভাবে বাছাইকৃত শিক্ষার্থীদের উপরোক্ত ওয়েবসাইট থেকে ‘Primary Selection Letter’ এবং ‘প্রদত্ত নির্দেশিকার’ প্রিন্ট কপিসহ সব কাগজপত্রের সত্যতা যাচাইয়ে ডাচ্-বাংলা ব্যাংকের যেকোনো শাখা বা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ: ২৬ আগস্ট ২০২৫ থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৫।
- চূড়ান্ত ফলাফল app.dutchbanglabank.com/DBBLScholarship এর মাধ্যমে ফলাফল জানানো হবে।
-
Discussion about this post