শিক্ষার আলো ডেস্ক
রাজধানী ঢাকার হলি ক্রস কলেজ এর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিজস্ব প্রক্রিয়ায় ভর্তির জন্য জিপিএসহ যোগ্যতার শর্ত প্রকাশ করেছে শিক্ষাপ্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা ৩০ জুলাই (বুধবার) হতে ৩ আগষ্ট (রবিবার) রাত ১২টার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে।
প্রতিষ্ঠানটির ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার বিজ্ঞান বিভাগে আসন রয়েছে ৭৮০টি, মানবিক শাখায় আসন আছে ২৬০টি এবং ব্যবসায় শিক্ষায় রয়েছে ২৭০টি আসনে শিক্ষার্থীরা শূন্য আসনের বিপরীতে আবেদন করতে পারবেন।
আরো পড়ুন-নটর ডেম কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত
সিলেকশন টেস্টের বিষয়
১. বিজ্ঞান বিভাগ: বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান ও সাধারণ জ্ঞান।
২. মানবিক বিভাগ: বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, ভূগোল, পৌরনীতি, অর্থনীতি, ইতিহাস ও সাধারণ জ্ঞান।
৩. ব্যবসায় শিক্ষা বিভাগ: বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসায় উদ্যোগ ও সাধারণ জ্ঞান।
সিলেকশন টেস্টের তারিখ
১. বিজ্ঞান বিভাগ ৮ আগস্ট ২০২৫, শুক্রবার এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ ৯ আগস্ট ২০২৫, শনিবার।
২. সিলেকশন টেস্টের সময় ও আসন ব্যবস্থাপনা ৭ আগস্ট, বৃহস্পতিবার বিকেল পাঁচটার পর কলেজ ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
টেস্টের ফলাফল প্রকাশ
চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল ১৪ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার বেলা একটার পর কলেজ ওয়েবসাইটে , হলি ক্রস কলেজ ফেসবুক পেজ ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।
ভর্তির তারিখ
চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীরা ১৫ ও ১৬ আগস্ট ২০২৫ (শুক্র ও শনিবার) এই দুই দিনের মধ্যে অনলাইনে বিকাশের মাধ্যমে ভর্তির টাকা জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। ১৬ আগস্ট ২০২৫ রাত ১২টার মধ্যে ভর্তির টাকা জমা না দিলে ভর্তির সুযোগ বাতিল বলে গণ্য হবে।
এতে আরও জানানো হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার ভিত্তিতে চূড়ান্ত ভর্তির জন্য মনোনীত করা হবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য হলিক্রস কলেজের নিজস্ব ওয়েবসাইট (www.hcc.edu.bd) থেকে বিস্তারিত জানা যাবে।
বিজ্ঞপ্তি নিচে দেয়া হলো-
Discussion about this post