শিক্ষার আলো ডেস্ক
শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ (প্রস্তাবিত) নামে নতুন সরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। যার ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাস্তবায়ন প্রক্রিয়াধীন এই বিশ্ববিদ্যালয়ে কলা ও সামাজিকবিজ্ঞান, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা—এই তিনটি ইউনিটে বিদ্যমান একাডেমিক কাঠামো অনুযায়ী (সনাতন পদ্ধতি) শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানা যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ৩ আগস্ট দুপুর ১২টা থেকে এবং তা চলবে ১০ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
আবেদন করতে হবে অনলাইনে—https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইটে। আবেদন ফি নির্ধারিত হয়েছে ৮০০ টাকা। এই টাকা সোনালী, জনতা, অগ্রণী বা রূপালী ব্যাংকের যে কোনো শাখা কিংবা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করা যাবে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ভর্তির ক্ষেত্রে যোগ্যতা ধরা হয়েছে, ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে মাধ্যমিক বা সমমান এবং ২০২৩ বা ২০২৪ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
আর যেসব শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে ইতোমধ্যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন করেছে, তাদের নতুন করে আবেদন করতে হবে না। পূর্বের আবেদনই ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ (প্রস্তাবিত) তে ভর্তির আবেদন হিসেবে বিবেচিত হবে। তবে যারা আবেদন প্রত্যাহার করবেন, তাদের জমা দেওয়া ফি ফেরত দেওয়া হবে।
আরও পড়ুন-জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফরম পূরণ শুরু ৩০ জুলাই
আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২২ আগস্ট (শুক্রবার)। ওইদিন হবে কলা ও সামাজিকবিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা, সময় নির্ধারণ করা হয়েছে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত। পরদিন ২৩ আগস্ট (শনিবার) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বিজ্ঞান ইউনিট এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১৭ আগস্ট থেকে। আর পরীক্ষার আসন বিন্যাস জানা যাবে ২০ আগস্ট থেকে ভর্তির ওয়েবসাইটেই collegeadmission.eis.du.ac.bd ।
প্রসঙ্গত, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাতটি কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমীর কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।
Discussion about this post