শিক্ষার আলো ডেস্ক
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বিটিইবি) এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে চার (৪) বছর মেয়াদি বিভিন্ন ডিপ্লোমা শিক্ষাক্রমে ভর্তি কার্যক্রমের সময়সূচি ঘোষণা করেছে। এ কার্যক্রমের আওতায় সরকারি ডিপ্লোমা ইনস্টিটিউটসমূহে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, মেরিন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, কৃষি, ফিশারিজ, ফরেস্ট্রি, লাইভস্টক এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট শিক্ষাক্রমে ভর্তির সুযোগ থাকবে।
ভর্তির জন্য আবেদন করতে পারবে ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা। আবেদন প্রক্রিয়া শুরু হবে ৩০ জুলাই থেকে এবং চলবে ১৪ আগস্ট পর্যন্ত।
আবেদনকারী শিক্ষার্থীরা ২১ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ আগস্ট (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।
ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ৪ সেপ্টেম্বর। একই দিনে শুরু হবে প্রথম পর্যায়ের নিশ্চায়ন কার্যক্রম, যা চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ৯ সেপ্টেম্বর প্রথম পর্যায়ের মাইগ্রেশন ও অপেক্ষমাণ তালিকা থেকে দ্বিতীয় পর্যায়ের ফলাফল প্রকাশ করা হবে। দ্বিতীয় পর্যায়ের নিশ্চায়ন কার্যক্রম সম্পন্ন করতে হবে ১০ সেপ্টেম্বরের মধ্যে।
আরও পড়ুন-কারিগরি ও ভোকেশনালে ডিপ্লোমা ভর্তি ৩০ জুলাই থেকে, ক্লাস শুরু ১৫ সেপ্টেম্বর
১১ সেপ্টেম্বর প্রকাশিত হবে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের নিশ্চয়নপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা। তালিকাভুক্ত শিক্ষার্থীদের সরাসরি ভর্তি কার্যক্রম চলবে ১৪ ও ১৫ সেপ্টেম্বরে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে।
পরবর্তীতে শিক্ষার্থীরা ২২ ও ২৩ সেপ্টেম্বর পছন্দক্রম পরিবর্তনের সুযোগ পাবে। শূন্য আসনের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর প্রকাশিত হবে তৃতীয় পর্যায়ের ফলাফল। তৃতীয় পর্যায়ের ভর্তি নিশ্চিত করতে হবে ২৫ থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে এবং ভর্তি কার্যক্রম সম্পূর্ণরূপে শেষ হবে ২৯ সেপ্টেম্বর।
প্রসঙ্গত, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ব্ল্যাঙ্ক ফর্ম-এর মাধ্যমে কোনো আবেদন গ্রহণযোগ্য নয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশিকা পাওয়া যাবে বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর, টেকনিক্যাল এডুকেশন অধিদপ্তর এবং বিটিইবির ওয়েবসাইটে পাওয়া যাবে।
Discussion about this post