শিক্ষার আলো ডেস্ক
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩০ ও ৩১ জানুয়ারি, যেখানে এবারের ভর্তি প্রক্রিয়ায় সেকেন্ড টাইম সুযোগ ও নেগেটিভ মার্কিং বজায় রাখা হয়েছে। পরীক্ষা অনুষ্ঠিত হবে শুধু নৈর্ব্যত্তিক পদ্ধতিতে। ভর্তি প্রক্রিয়া শেষে ক্লাস শুরুর সম্ভব্য তারিখ ২০২৬ সালের মে মাসে।
বিশ্ববিদ্যালয়ের ৪টি অনুষদের অধীনে ৫টি বিভাগে মোট ২০০ আসনের জন্য এই ভর্তি পরীক্ষা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রতিটি ফ্যাকাল্টিতে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা।
এতে আরও বলা হয়েছে, ২০২২ অথবা ২০২৩ সালে মাধ্যমিক/সমমানের পরীক্ষায় এবং ২০২৪ অথবা ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কেবল সে সকল শিক্ষার্থী নির্ধারিত ফরমে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা ও পরীক্ষার বিষয়
ফ্যাকাল্টি অব আর্থ অ্যান্ড ওশান সায়েন্স
—বিএসসি (অনার্স) ইন ওশানোগ্রাফি
—বিএসসি (অনার্স) ইন ফিশারিজ
(ক) বিজ্ঞান শাখা হতে উচ্চ মাধ্যমিক/সমমানের এবং মাধ্যমিক/সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০-সহ উত্তীর্ণ হতে হবে; (খ) উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষার গণিত, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান এ পাঁচ (৫) টি বিষয়ের মধ্যে যেকোনো দুটি বিষয়ে ‘এ’ গ্রেড এবং অন্যান্য সকল বিষয়ে ‘বি’ গ্রেড থাকতে হবে; (গ) ইংরেজি মাধ্যম এর শিক্ষার্থীদের ক্ষেত্রে-O-Level এ গণিতসহ ন্যূনতম পাঁচ (৫) টি বিষয়ে কৃতকার্য হতে হবে। দুই (০২) এর অধিক বিষয়ে ‘সি’ গ্রেড আবেদনকারীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে। A-Level এ গণিত, জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞানসহ ন্যূনতম তিন (৩)টি বিষয়ে কৃতকার্য হতে হবে। একের অধিক ‘সি’ গ্রেড আবেদনকারীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
গণিত, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান এই ৫ বিষয়ে যথাক্রমে ২০ নম্বর করে মোট ১০০ নম্বরে নৈর্ব্যত্তিক পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। মেধা তালিকা তৈরিতে ১০০ শতাংশ নম্বরের মধ্যে ৭০ শতাংশ নৈর্ব্যত্তিক, এসএসসি জিপিএ ১০ শতাংশ এবং এইচএসসি জিপিএ ২০ শতাংশ বিবেচিত হবে। সময় ১ ঘণ্টা ৩০ মিনিট। উল্লেখ্য, শুধু Non-Programmable ক্যালকুলেটর ব্যবহার করা যাবে (তালিকা পরবর্তীতে ওয়েবসাইটে প্রকাশ করা হবে)।
ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি
বিএসসি ইন নেভাল আর্কিটেকচার এন্ড অফশোর ইঞ্জিনিয়ারিং
(ক) বিজ্ঞান শাখা হতে উচ্চ মাধ্যমিক/সমমানের এবং মাধ্যমিক/সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ সহ উত্তীর্ণ হতে হবে; (খ) উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষার ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিত এ চারটি বিষয়ের মধ্যে যেকোন ২টিতে ‘এ’ গ্রেড থাকতে হবে। হবে। অন্যান্য সকল বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে; (গ) ইংরেজি মাধ্যম এর শিক্ষার্থীদের ক্ষেত্রে-O-Level এ গণিত, পদার্থ, রসায়নসহ ন্যূনতম পাঁচ (০৫) টি বিষয়ে কৃতকার্য হতে হবে। দুই (২)-এর অধিক বিষয়ে ‘সি’ গ্রেড আবেদনকারীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে ও (ঘ) A-Level-এ গণিত, রসায়ন ও পদার্থবিজ্ঞানসহ ন্যূনতম তিন (৩)টি বিষয়ে কৃতকার্য হতে হবে। একের অধিক “সি” গ্রেড আবেদনকারীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।
গণিত, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং আইসিটি এই ৫ বিষয়ে যথাক্রমে ২০ নম্বর করে মোট ১০০ নম্বরে নৈর্ব্যত্তিক পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। মেধা তালিকা তৈরিতে ১০০ শতাংশ নম্বরের মধ্যে ৭০ শতাংশ নৈর্ব্যত্তিক, এসএসসি জিপিএ ১০ শতাংশ এবং এইচএসসি জিপিএ ২০ শতাংশ বিবেচিত হবে। সময় ১ ঘণ্টা ৩০ মিনিট। উল্লেখ্য, শুধু Non-Programmable ক্যালকুলেটর ব্যবহার করা যাবে ( তালিকা পরবর্তীতে ওয়েবসাইটে প্রকাশ করা হবে)।
ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্ন্যান্স অ্যান্ড পলিসি
এলএলবি (অনার্স) ইন মেরিটাইম ল
(ক) যেকোন শাখা হতে উচ্চ মাধ্যমিক/সমমানের এবং পরীক্ষায় ন্যূনতম জিপিএ- ৩.৫০-সহ উত্তীর্ণ হতে হবে এবং সকল বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে; (খ) ইংরেজি মাধ্যম এর শিক্ষার্থীদের ক্ষেত্রে O-Level এ নূন্যতম পাঁচটি বিষয়ে বিষয়ে উত্তীর্ণ হতে হবে। দুই এর অধিক ‘সি’ গ্রেড গ্রহণযোগ্য নয় ও (গ) A-Level এ ন্যূনতম দুই (২)টি বিষয়ে কৃতকার্য হতে হবে। একের অধিক ‘সি’ গ্রেড আবেদনকারীর আবেদন গ্রহণযোগ্য নয়।
আরও পড়ুন-গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা
ইংরেজিতে ৩৫ নম্বর, আইসিটিতে ২৫ নম্বর ও এনালাইটিক্যাল এবিলিটিতে ১৫ নম্বর এবং সাধারন জ্ঞান ২৫ নম্বর, মোট ১০০ নম্বরে নৈর্ব্যত্তিক পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। মেধা তালিকা তৈরিতে ১০০ শতাংশ নম্বরের মধ্যে ৭০ শতাংশ নৈর্ব্যত্তিক, এসএসসি জিপিএ ১০ শতাংশ এবং এইচএসসি জিপিএ ২০ শতাংশ বিবেচিত হবে।। সময় ১ ঘণ্টা ৩০ মিনিট। উল্লেখ্য, ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
ফ্যাকাল্টি অব শিপিং এ্যাডমিনিস্ট্রেশন
বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিসটিকস
ক) যেকোন শাখা হতে উচ্চ মাধ্যমিক/সমমানের এবং পরীক্ষায় ন্যূনতম জিপিএ- ৩.৫০-সহ উত্তীর্ণ হতে হবে এবং সকল বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে; (খ) ইংরেজি মাধ্যম এর শিক্ষার্থীদের ক্ষেত্রে O-Level এ নূন্যতম পাঁচটি বিষয়ে বিষয়ে উত্তীর্ণ হতে হবে। দুই এর অধিক ‘সি’ গ্রেড গ্রহণযোগ্য নয় ও (গ) A-Level এ ন্যূনতম দুই (০২) টি বিষয়ে কৃতকার্য হতে হবে। একের অধিক ‘সি’ গ্রেড আবেদনকারীর আবেদন গ্রহণযোগ্য নয়।
ইংরেজিতে ৪০ নম্বর, এনালাইটিক্যাল এবিলিটিতে ২০ নম্বর, সাধারন জ্ঞান ১৫ এবং এসএসসি সিলেবাসের সাধারন গনিত ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরে নৈর্ব্যত্তিক পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। মেধা তালিকা তৈরিতে ১০০ শতাংশ নম্বরের মধ্যে ৭০ শতাংশ নৈর্ব্যত্তিক, এসএসসি জিপিএ ১০ শতাংশ এবং এইচএসসি জিপিএ ২০ শতাংশ বিবেচিত হবে। সময় ১ ঘণ্টা ৩০ মিনিট। ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
বি. দ্র. সব ফ্যাকাল্টির প্রশ্ন বাংলায় হবে। ইংরেজি মাধ্যমের সুবিধার্থে প্রশ্নে ব্র্যাকেটে ইংরেজিতে দেওয়া থাকবে।
আসন সংখ্যা
গেল বছরের ভর্তি তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টির ৪টি অনুষদের ৫টি বিভাগে মোট ২০০টি আসন রয়েছে। এর মধ্যে ফ্যাকাল্টি অব আর্থ অ্যান্ড ওশান সায়েন্স অনুষদের দুই বিভাগের মধ্যে বিএসসি (অনার্স) ইন ওশানোগ্রাফি বিভাগে ৪০টি এবং বিএসসি (অনার্স) ইন ফিশারিজ বিভাগে ৪০টি আসন রয়েছে।
ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যা ন্ড টেকনোলজি অনুষদের বিএসসি ইন নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০টি, ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্ন্যান্স অ্যান্ড পলিসি অনুষদের এলএলবি (অনার্স) ইন মেরিটাইম ল বিভাগে ৪০টি এবং ফ্যাকাল্টি অব শিপিং অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকস বিভাগে ৪০টি আসন রয়েছে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
আবেদনের সময়সীমা: ২৮ অক্টোবর, ২০২৫–২৭ নভেম্বর, ২০২৫
প্রবেশপত্র ডাউনলোড: ২২-২৯ জানুয়ারি, ২০২৬
ভর্তি পরীক্ষা: ৩০-৩১ জানুয়ারি ২০২৬
পরীক্ষার কেন্দ্র: ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, রাজশাহী
ক্লাস আরম্ভ: মে,২০২৫
আবেদন যেভাবে: আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.bmu.edu.bd/
Discussion about this post