শিক্ষার আলো ডেস্ক
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ১০ জানুয়ারি এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শনিবার (২৫ অক্টোবর) বুয়েটের ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তিতে আবেদনগ্রহণ শুরু হবে আগামী ১৬ অক্টোবর থেকে। তিন সপ্তাহের বেশি সময় ধরে আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
শনিবার (২৫ অক্টোবর) বুয়েটের ভর্তি পরীক্ষা নিয়ে অ্যাকাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। সভায় এবার প্রাথমিক বাছাই পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল জলিল বলেন, এবার দুই ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে না। একটি ধাপেই পরীক্ষা সম্পন্ন হবে। অর্থাৎ কেবল লিখিত পরীক্ষা হবে। এবার প্রাথমিক বাছাই পরীক্ষা থাকছে না। কেবল লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তিযোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। তবে আগের মতো মৌখিক পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের।
আবেদনের জিপিএ নম্বর কমানো হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ফলাফল খারাপ হয়নি। এবার প্রকৃত রেজাল্ট হয়েছে। যারা প্রকৃত মেধাবী তারা জিপিএ-৫ পেয়েছেন। আমাদের আবেদন যোগ্যতায় কোন পরিবর্তন আসছে না। জিপিএ-৫ ই লাগবে। পদার্থ-রসায়ন এবং গণিতে পৃথকভাবে জিপিএ-৫ পেতে হবে। যেটি আগেও ছিল।
















Discussion about this post