শিক্ষার আলো ডেস্ক
২০২৫-২৬ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম বর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএতে ভর্তি পরীক্ষা প্রথমবারের মতো নৈর্ব্যক্তিক পদ্ধতিতে হতে যাচ্ছে। একই সঙ্গে এ বছর একটি শিফটে আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, এ বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুধু এমসিকিউ (বহুনির্বাচনি) প্রশ্নোত্তর পদ্ধতিতে হবে। এ ছাড়া পরীক্ষার্থীদের সুবিধার্থে কয়েকটি আঞ্চলিক কেন্দ্রে ভর্তি একটি শিফটে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে, ইউনিট-এ (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদে বিজ্ঞান, মাদ্রাসা (বিজ্ঞান), এইচএসসি (ভোকেশনাল) শিক্ষার্থীদের ন্যূনতম যোগ্যতা এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান থাকতে হবে। উভয় পরীক্ষায় মোট জিপিএ ৭.৫০ জিপিএ হতে হবে। তবে কোনো পরীক্ষায় ৩.২৫ এর কম নয়।
ইউনিট-বি (কলা ও আইন অনুষদ), ইউনিট-সি (বিজনেস স্টাডিজ অনুষদ) এবং ইউনিট-ডি (সামাজিকবিজ্ঞান অনুষদ) সকল শাখায় এসএসসি/সমমান ও এইচ এসসি/সমমান উভয় পরীক্ষায় মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০ এর কম নয়।
ইউনিট-ই (চারুকলা অনুষদ) সকল শাখার শিক্ষার্থী আবেদন করতে পারবে। শর্ত পূরণ সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রাক বিএফএ সার্টিফিকেটধারী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। এক্ষেত্রে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় মোট জিপিএ ৬.০০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় প্রান্ত জিপিএ ২.৫০ এর কম নয়।
এ বিষয়ে সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) মোল্লা মেজবাহুদ দারাইন বলেন, গত ২৯ নভেম্বর ৭৫তম একাডেমিক সভায় আঞ্চলিক কেন্দ্রে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়াও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, নটরডেম কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা কলেজিয়েট স্কুল এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। তবে সিট ক্যাপাসিটের ওপর নির্ভর করে পরীক্ষার কেন্দ্র বাড়তে পারে।
তিনি আরও বলেন, গত বছর প্রাথমিক আবেদনে অনেকে বাদ পড়েছে। কিন্তু এবার আবেদনকারী সবাই পরীক্ষা দিতে পারবে। সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর শুধু এমসিকিউ মোট ৭২ মার্কসের পরীক্ষা হবে।
পরীক্ষার মান বণ্টন
মোট ১০০ নম্বরের পরীক্ষায় এমসিকিউতে ৭২ নম্বর, এসএসসি বা সমমানের জিপিএতে ১০ নম্বর এবং এইচএসসি বা সমমানের জিপিএতে ১৮ নম্বর বরাদ্দ থাকবে। প্রতি অনুষদে ৭২ নম্বরের এমসিকিউ তিনটি বিষয়ে, প্রতি বিষয়ে ২৪ নম্বর করে। ব্যবসায় শিক্ষা অনুষদে ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা, হিসাববিজ্ঞান বা ব্যবস্থাপনা বিষয়ে পরীক্ষা হবে। কলা অনুষদে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান; সামাজিক বিজ্ঞান অনুষদে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান বা গাণিতিক বুদ্ধিমত্তা এবং বিজ্ঞান অনুষদে রসায়ন ও পদার্থবিজ্ঞান বাধ্যতামূলকসহ গণিত বা জীববিজ্ঞানের যে কোনো একটি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিলে সাধারণত ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা ও সাধারণ জ্ঞান এ তিন বিষয়ে পরীক্ষা দিতে হবে।
আগামী ২০ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে জবি প্রথম বর্ষের ভর্তি আবেদন এবং চলবে ০৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তিসংক্রান্ত ওয়েবসাইট (https://admission.jnu.ac.bd)-এর মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারীকে অনলাইনে আবেদন ফরম পূরণের সময়ে আবেদন ফি হিসেবে এ, বি, সি ও ডি প্রতিটি ইউনিটের জন্য পৃথকভাবে ১,০০০/- (এক হাজার টাকা) এবং ই ইউনিটের জন্য ১,২০০/-(এক হাজার দুইশত টাকা) প্রদান করতে হবে। আবেদন করার নিয়ম, ভর্তির বিস্তারিত তথ্য, আবেদন ফি জমা দেয়ার পদ্ধতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (https://admission.jnu.ac.bd)-এ ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।
ই-ইউনিট (চারুকলা অনুষদ) এর পরীক্ষা ১৩ ডিসেম্বর (শনিবার) বেলা ৩টা হতে ৪:৩০; এ-ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) এর পরীক্ষা ২৬ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১১টা হতে ১২টা; সি-ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) এর পরীক্ষা ২৭ ডিসেম্বর (শনিবার) সকাল ১১টা হতে ১২টা; ডি-ইউনিট (সামাজিকবিজ্ঞান অনুষদ): ৯ জানুয়ারি (শুক্রবার) সকাল ১১টা হতে ১২টা; বি-ইউনিট (কলা ও আইন অনুষদ): ২৩ জানুয়ারি (শুক্রবার) সকাল ১১টা হতে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।















Discussion about this post