শিক্ষার আলো ডেস্ক
কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত ভর্তি পরীক্ষা চলবে। অনলাইন ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে আগামী ২৫ নভেম্বর থেকে। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এ বছর ভর্তি পরীক্ষার দায়িত্বে রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়।
রবিবার (২৩ নভেম্বর) গুচ্ছের ওয়েবসাইটে (https://acas.edu.bd/) ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
একইসঙ্গে ভর্তি নির্দেশিকাও প্রকাশিত হয়েছে। এবার কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা ৩ হাজার ৭০১টি।
আরও পড়ুন-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত
উল্লেখ্য, কৃষি গুচ্ছের আওতাধীন বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।













Discussion about this post