শিক্ষার আলো ডেস্ক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে স্নাতক পর্যায়ের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে প্রবাসী বাংলাদেশিদের সেবামূলক প্রতিষ্ঠান ‘স্পন্দনবি’ শিক্ষাবৃত্তি প্রদান করবে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে অধ্যয়নরত প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন।
আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে সরাসরি-ডাক-কুরিয়ারযোগে আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আবেদনের যোগ্যতা: ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় পাশ করে বর্তমানে ডিগ্রি পর্যায়ে প্রথম বর্ষ (শিক্ষাবর্ষ: ২০২৪-২৫) বিএসসি অনার্স; বিএসসি অনার্স (কৃষি ও পশুপালন এর সব অনুষদ); এমবিবিএস, বিডিএস, বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিএ অনার্স, বিএসএস অনার্স এবং বিবিএ এ অধ্যয়নরত মেধাবী অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
আগ্রহী শিক্ষার্থীরা https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ অথবা https://www.facebook.com/share/g/1FXJc2NhHe ওয়েবসাইট, নামে সার্চ দিয়ে অথবা mostafiz14@yahoo.com অথবা rajib.bd@spaandanb.org অথবা tuhin.bd@spaandanb.org অথবা sajedul1233@gmail.com অথবা zabbarbd5493@gmail.com এই ই-মেইলে অনুরোধ করে অথবা সরাসরি কার্যালয়ে (অফিসে) যোগাযোগ করে আবেদনপত্রের কপি সংগ্রহ করতে পারবেন।
আগ্রহীরা নির্ধারিত ফরম পূরণ করে ৭ ডিসেম্বরের মধ্যে সরাসরি-ডাক-কুরিয়ারযোগে আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা—
স্পন্দনবি বাংলাদেশ অফিস, বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা।
বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে ০২-৪৮১১৪৪৯৯ ফোন নম্বরে অথবা ০১৭১৩-০৩৬৩৬০, ০১৭৭৩-৬১০০০৯, ০১৯৩৩-৫৬০৬৬৫, ০১৭৯৬-১০২৭০০ এই মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
.jpg)















Discussion about this post