শিক্ষার আলো ডেস্ক
২০২৫-২৬ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ শনিবার থেকে। ‘ই’ ইউনিটের (চারুকলা অনুষদ) ভর্তি পরীক্ষা বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চলবে। চারুকলা অনুষদের ৩টি বিভাগে মোট ৬০ আসনের বিপরীতে লড়বে ১ হাজার ২৫১ জন। প্রতি আসনে লড়বেন ২০ জন পরীক্ষার্থী।
এদিন পরীক্ষা হবে ৪৫ নম্বরের ব্যবহারিক ও ২৭ নম্বর থাকবে বহুনির্বাচনী প্রশ্নে। পরীক্ষায় মোট দেড় ঘণ্টা সময় পাবে শিক্ষার্থীরা।জবির শহীদ সাজিদ একাডেমিক ভবনে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। জবির বাইরে অন্য কোন কেন্দ্রে পরীক্ষা হবে না।
পরীক্ষা বিষয়ে জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, এবারও আমরা নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছি। আগামীকাল ই ইউনিটের মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। পরীক্ষা আয়োজনে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এ ছাড়াও ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা আগামী ৯ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
















Discussion about this post