শিক্ষার আলো ডেস্ক
২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া চলছে যা চলবে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের গুচ্ছের ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত পদ্ধতিতে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হচ্ছে। তবে ওয়েবসাইটে ছবি আপলোড ও ভেরিফিকেশনের জন্য সেলফি তোলার ক্ষেত্রে শিক্ষার্থীদের কিছু নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের জন।
যথাযথ প্রক্রিয়ায় ছবি ও সেলফি আপলোড করতে যেসব নির্দেশনা মানতে হবে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের। এগুলো হলো—
ফটো নির্দেশিকা-
১. সাদা ব্যাকগ্রাউন্ডের সদ্য তোলা ৩০০*৩০০ পিক্সেল সাইজের স্পষ্ট (Studio Quality) রঙিন জেপিজি (jpg) ফরম্যাটের ছবি (সাইজ ১০০KB-এর বেশি নয়) আপলোড করতে হবে।
২. স্কুল বা কলেজের ইউনিফর্ম পরা ছবি গ্রহণযোগ্য হবে না। ছবিতে প্রার্থীর দুই কান খোলা থাকতে হবে এবং ছবির উচ্চতার দুই-তৃতীয়াংশ প্রার্থীর মুখমণ্ডল থাকবে। তবে সফটওয়্যারের সাহায্যে কোনো রকম ইফেক্ট দেওয়া ছবি গ্রহণযোগ্য হবে না।
৩. বিভিন্ন পর্যায়ে সংগৃহীত আবেদনকারীর ছবি বায়োমেট্রিক ভেরিফিকেশনে ব্যবহার করা হবে। ভেরিফিকেশন প্রক্রিয়ায় কোনো প্রকার অসংগতি পরিলক্ষিত হলে উক্ত আবেদনকারীর আবেদন বাতিল করা হবে।
















Discussion about this post