নিজস্ব প্রতিবেদক
২০২২-২৩ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৯ মে থেকে শুরু হয়ে চলবে ৩১ মে পর্যন্ত।
আজ রোববার (১২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে।
রোববার সকালে রাবির ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার উপকমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ভর্তি পরীক্ষার এই তারিখ নির্ধারণ করা হয়।
ভর্তি পরীক্ষার তারিখের বিষয়ে জানা যায় , আগামী ২৯ মে ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের মধ্যদিয়ে রাবির ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। পরের দিন ৩০ মে ‘এ’ (মানবিক) ইউনিট ও ৩১ মে ‘বি’ (বাণিজ্য) ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে শেষ হবে এবারের ভর্তি পরীক্ষা।














Discussion about this post