শিক্ষার আলো ডেস্ক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদটি বিলুপ্ত করা হচ্ছে। এখন থেকে বিদ্যালয়ে শিক্ষকতার জন্য এন্ট্রি পদের নাম হবে শুধুই ‘শিক্ষক’। সঙ্গে সহকারী শব্দটা আর থাকবে না। একই সঙ্গে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষকসহ আরও চারটি পদের নামেও পরিবর্তন হচ্ছে বলে জানা গেছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন উপসচিব মো. শামছুল আরিফ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত মে মাসে অনুষ্ঠিত সমন্বয় সভার সুপারিশের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সুপারিশ অনুযায়ী, এখন থেকে ‘সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার’ পদটি ‘অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার’ নামে পরিচিত হবে। একইভাবে ‘অর্থ কর্মকর্তা’ পদের নতুন নাম হবে ‘হিসাবরক্ষণ কর্মকর্তা’।
‘সহকারী মনিটরিং অফিসার’ হবেন ‘প্রশাসনিক কর্মকর্তা’। এছাড়া ‘পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক’ এখন থেকে পরিচিত হবেন ‘সহকারী ইনস্ট্রাক্টর (পরীক্ষণ বিদ্যালয়)’ হিসেবে, যা দেশের মোট ৩৩৫টি পদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
আরো পড়ুুন-প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্যপদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার
আর বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক’ পদটিকে এখন থেকে শুধু ‘শিক্ষক’ হিসেবে ডাকা হবে; যা সারাদেশে থাকা মোট ৩ লাখ ৬২ হাজার ৪১৮টি পদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে, এসব পরিবর্তন মূলত মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তাদের বাস্তব দায়িত্বের পরিসর এবং গুরুত্ব বিবেচনায় নিয়ে করা হয়েছে। পদের নামগুলো সহজ ও আধুনিক করা হয়েছে, যেন বোঝাপড়ায় দ্ব্যর্থতা না থাকে এবং প্রশাসনিক কাঠামো আরও সুসংগঠিত হয়।
Discussion about this post