শিক্ষার আলো ডেস্ক
চট্টগ্রাম মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের “প্রধান শিক্ষক ফোরাম” কর্তৃক সম্প্রতি গভ: মুসলিম হাই স্কুল মিলনায়তনে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাং আবদুর রহমানের
অবসরজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
শুরুতে তাঁকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন ফোরামের সদস্যবৃন্দ। এতে উপস্থিত ছিলেন বৃহত্তর চট্টগ্রামের সকল সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধানশিক্ষকবৃন্দ।স্বাগত বক্তব্যে ফোরাম সভাপতি সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদুজ জামান বলেন,প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান এর সময়কালে নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের সুনাম ও সাফল্য বৃদ্ধি পেয়েছে যা সবার জন্য গৌরবের। বিশেষ করে এ বছর এসএসসি পরীক্ষায় সারা দেশের সর্বোচ্চ নন্বরধারী নিবিড় কর্মকার এই স্কুলেরই ছাত্র!
অন্য বক্তাগণ, শিক্ষিত সমাজ বিনির্মাণে গুনী এই শিক্ষকের বিভিন্ন অবদান তুলে ধরেন এবং তাঁর উত্তরোত্তর সফলতা কামনা করেন। বিভিন্ন বিদ্যাপীঠের দায়িত্ব পালনকালে সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে সুন্দর ব্যবহার, সুশিক্ষা পাঠদানসহ সাহিত্য -সংস্কৃতি চর্চা , ক্রীড়া প্রতিযোগিতা ও বিভিন্ন জাতীয় দিবস উদযাপনে তাঁর নেতৃত্ব অনুকরণীয় বলেও উল্লেখ করেন তাঁরা।
বিদায়ী প্রধান শিক্ষক মোহাং আবদুর রহমান তাঁর বক্তব্যে ফোরামের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং চাকুরিজীবনে সকলের সহযোগিতার কথা স্মরণ করেন।তিনি প্রধান শিক্ষক ফোরামের উত্তোরত্তোর সাফল্য কামনা করেন। সবশেষে দোয়া ও মোনাজাত পাঠের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
Discussion about this post