এম হাবীবুল্লাহ
মাগো তোমার ভালোবাসায়
মুগ্ধ হয়ে রই
তোমার চেয়ে আপন বলো
এই ভুবনে কই?
গর্ভে তুমি ধরে আমায়
আনলে ধরা মাঝে
আরাম ভুলে করো যতন
সকাল কিংবা সাঁঝে।
তোমায় ছেড়ে থাকলে দূরে
ভাল্লাগে না মোটে
দুঃখ দিলে তোমায় মাগো
দুঃখ ভালে জোটে।
এই ধরাতে সুখী ক’জন
মায়ের দোয়া ছাড়া
তোমায় ভুলে থাকলে মাগো
হবো সর্বহারা।
সুখ দুঃখে তোমায় আমি
চাই যে সদা পাশে
তোমার মুখে দেখলে হাসি
মনটা আমার হাসে।













Discussion about this post