শিক্ষার আলো ডেস্ক
বাংলাদেশ রেলওয়ের প্রকৌশলী মো. তাসরুজ্জামান বাবু প্রযুক্তি উদ্ভাবনে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন। দক্ষিণ এশিয়ার প্রথম দেশীয় প্রযুক্তিতে নির্মিত স্বয়ংক্রিয় রেলওয়ে টার্নটেবিল উদ্ভাবনের জন্য তিনি ২০২৫ সালের সিলভার স্টিভি অ্যাওয়ার্ড লাভ করেছেন। ‘মোস্ট ইনোভেটিভ টেকনোলজি লিডার অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে এই পুরস্কার অর্জনের মাধ্যমে বৈশ্বিক প্রযুক্তি অঙ্গনে বাংলাদেশের উদ্ভাবনী সক্ষমতা নতুনভাবে তুলে ধরেছেন তিনি।
আয়োজক সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রভিত্তিক মর্যাদাপূর্ণ স্টিভি অ্যাওয়ার্ড বিশ্বের অন্যতম সম্মানজনক ব্যবসা ও প্রযুক্তি পুরস্কার হিসেবে পরিচিত। ২০০২ সাল থেকে এই পুরস্কার বিশ্বের ৬০টিরও বেশি দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রদান করা হচ্ছে। ২০১২ সাল থেকে গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ স্টিভি অ্যাওয়ার্ড চালু হয়। সিউল, দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গুগল ও অ্যামাজনের মতো বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে একই মঞ্চে স্বীকৃতি পান মো. তাসরুজ্জামান বাবু।
বাংলাদেশ রেলওয়ের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী অঞ্চলে কর্মরত এই প্রকৌশলী দেশীয় প্রযুক্তি ব্যবহার করে স্বয়ংক্রিয় রেলওয়ে টার্নটেবিল তৈরি করেছেন, যা ব্রিটিশ আমলের আমদানিনির্ভর পুরোনো ব্যবস্থার বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই উদ্ভাবনের ফলে রেলওয়ের রক্ষণাবেক্ষণ ব্যয় উল্লেখযোগ্যভাবে কমেছে, নিরাপত্তা বেড়েছে এবং সার্বিক কার্যকারিতা ও অপারেশনাল দক্ষতা বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পুরস্কার সংশ্লিষ্ট তথ্যে আরও জানা যায়, এর আগে ২০২৪ সালে বাংলাদেশ রেলওয়ে তাঁকে ‘বেস্ট ইনোভেটর’ হিসেবে সম্মানিত করে এবং জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (UNIDO) থেকেও তিনি স্বীকৃতি পেয়েছেন। প্রযুক্তি ও উদ্ভাবনে তাঁর এই অবদান বাংলাদেশ রেলওয়ের আধুনিকায়ন ও নিরাপদ রেল যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
মো. তাসরুজ্জামান বাবুর এই আন্তর্জাতিক অর্জন দেশীয় প্রযুক্তিনির্ভর উদ্ভাবনকে আরও উৎসাহিত করবে এবং বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের প্রকৌশল সক্ষমতার ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলবে বলে মনে করছেন অনেকেই।















Discussion about this post