শিক্ষার আলো ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রমের সময়সূচী ঘোষণা করা হয়েছে। এ সংক্রান্ত সময়সূচি ও নির্দেশিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এ নির্দেশিকা প্রকাশ করা হয়।
নির্দেশনা সমূহ
# ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ১৮ মার্চ থেকে ২৫ মার্চের মধ্যে অনলাইনে পছন্দক্রমের ফরম পূরণ করতে হবে।
# এ, বি, সি, ডি, ই ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগসমূহে ভর্তির জন্য (আসন সংখ্যার ১০ গুন) শিক্ষার্থীদের অনলাইনে বিষয়ভিত্তিক পছন্দক্রমের ফরম পূরণ করতে হবে।
# ভর্তির ক্ষেত্রে পছন্দক্রমের ফরম পূরণ ব্যতীত কাউকে বিবেচনা করা হবে না। শিক্ষার্থী কর্তৃক পূরণকৃত পছন্দক্রম পরবর্তীতে কোনো অবস্থাতেই পরিবর্তন করা যাবে না।
# পছন্দ অনুযায়ী ভর্তিকৃত শিক্ষার্থীদের মাইগ্রেশন প্রক্রিয়া সর্বশেষ ভর্তির পূর্ব পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে চলমান থাকবে। সি১ ও আইবিএ-জেইউ এর ক্ষেত্রে অনলাইনে বিষয়ভিত্তিক ছন্দ পূরণের প্রয়োজন নেই।
# আগামী ১৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ইউনিট অফিস কর্তৃক চূড়ান্ত মেধা তালিকা ও অপেক্ষমাণ তালিকা প্রকাশিত হবে। মেধা তালিকা থেকে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হবে ২১ এপ্রিল। চলবে ২৫ এপ্রিল পর্যন্ত।
#অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্নের পর ভর্তি নিশ্চিতকরণের জন্য ২২ এপ্রিল থেকে ২৮ এপ্রিলের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র শিক্ষা শাখায় জমা দিতে হবে৷
#৫ মে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ইউনিট অফিস কর্তৃক ভর্তিকৃত শিক্ষার্থীদের মাইগ্রেশন তালিকা ও শূন্য আসনের তালিকা প্রকাশ করা হবে৷ অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশিত হবে ৮মে।
#অপেক্ষমাণ তালিকা থেকে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হবে ১৩মে, চলবে ১৫মে পর্যন্ত। অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্নের পর অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি নিশ্চিতকরণের জন্য ১৪ থেকে ১৬মে তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখায় জমা দিতে হবে।
# ১৯ মে ২য় ধাপে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ইউনিট অফিস কর্তৃক ভর্তিকৃত শিক্ষার্থীদের মাইগ্রেশন তালিকা ও শূন্য আসনের তালিকা প্রকাশ করা হবে৷ আসন শূন্য থাকা সাপেক্ষে ভর্তির জন্য ইউনিট অফিসে সশরীরে উপস্থিত ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের নিকট হতে আবেদনপত্র গ্রহণ করা হবে ২১ মে।
# শূন্য আসনে ভর্তিচ্ছুক আবেদনকারী শিক্ষার্থীদের মেধা ও পছন্দক্রম অনুযায়ী অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ২৬ মে। অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্নের পর ভর্তি নিশ্চিতকরণের জন্য সংশ্লিষ্ট কাগজপত্র শিক্ষা শাখায় জমা দিতে হবে ২৬ মে।
আরও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
কোটা ফরমে আবেদন তথ্যের জন্য ক্লিক করুন এখানে ।
Discussion about this post