শিক্ষার আলো ডেস্ক
ইউনিভার্সিটি অভ ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং-এ ইংরেজি বিভাগ এবং ক্রিয়েটিভ এলসক যৌথভাবে শেক্সপিয়ারের জন্মদিন উপলক্ষে ‘বার্ড বিয়ণ্ড টাইমঃ শেক্সপিয়ার ফেস্ট ২০২৫’উদযাপন করেছে। এই অনুষ্ঠানে ইউসিটিসির সম্মানিত রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ, ইএলএল বিভাগের প্রধান, কবি ও ভাষা সাহিত্যিক, মো. জিয়াউল হকসহ বিভাগের সকল শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সূচনা হয় ইংরেজি গান ও শেক্সপিয়ারের কবিতা আবৃত্তির মাধ্যমে। দিনের মূল আকর্ষণ ছিল ইএলএল ড্রামা ক্লাবের মঞ্চায়ন — শেক্সপিয়ারের কালজয়ী নাটক “দ্য মার্চেন্ট অব ভেনিস”।
অভিনয়শিল্পীরা নাটকের চরিত্রগুলোতে অসাধারণ প্রাণ সঞ্চার করে, বিশেষ করে শাইলক ও পোর্শিয়ার চরিত্রে তাদের অভিনয় দর্শকদের মন্ত্রমুগ্ধ করে তোলে।
এই আয়োজন ইংরেজি সাহিত্যের প্রতি শিক্ষার্থীদের গভীর অনুরাগ ও শেক্সপিয়ারের সাহিত্যিক উত্তরাধিকারের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। বিভাগীয় প্রধান মো. জিয়াউল হক তার বক্তব্যে শেক্সপিয়ারীয় নাটকের চিরন্তন প্রাসঙ্গিকতা ও ভাষাশৈলীর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন,‘All the world’s a stage, And all the men and women merely players’ — শেক্সপিয়ারের এই অমোঘ উক্তিকে স্মরণ করেই ইএলএল পরিবার তাদের মঞ্চনৈপুণ্য ও সাহিত্যিক সৃজনশীলতার স্বাক্ষর রাখলো।
Discussion about this post