শিক্ষার আলো ডেস্ক
২০২৪-২৫ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রথম মাইগ্রেশনের ফলাফল প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার (৬ মে) ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।
জানা যায়, তালিকায় থাকা প্রার্থীদের ৭ মে থেকে ১০ মে এর মধ্যে ভর্তি ফি (১০ হাজার টাকা) অনলাইনে জমা দিয়ে প্রাথমিক ভর্তি নিশ্চিত করতে হবে।
তারপর ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করা প্রার্থীদেরকে অটোমাইগ্রেশনের পর আগামী ২৬ মে হতে ২৮ মে এর মধ্যে প্রাপ্ত নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে ওই বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য ভর্তি ফি-এর সাথে পূর্বে জমাকৃত দশ হাজার টাকা (অফেরতযোগ্য) সমন্বয় করতে হবে এবং মূল ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র ও কোটা ডকুমেন্টস (প্রযোজ্য ক্ষেত্রে) জমা দিয়ে ভর্তির কার্যক্রম চূড়ান্তভাবে সম্পন্ন করতে হবে। এর কোনরূপ ব্যত্যয় হলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে বলে জানানো হয়েছে।
আরো পড়ুন-গুচ্ছের ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশ
এছাড়াও দ্বিতীয় মাইগ্রেশন শেষে অপেক্ষমাণ তালিকার ফলাফল আগামী ১৪ মে প্রকাশ করা হবে। সে অনুযায়ী ভর্তি প্রক্রিয়ার সময় নির্ধারণ করা হয়েছে ১৫ মে থেকে ১৮ মে পর্যন্ত। যদি এরপরও আসন খালি থাকে, তাহলে তৃতীয় মাইগ্রেশনের তালিকা প্রকাশিত হবে ২০ মে এবং সে অনুযায়ী ভর্তি চলবে ২২ থেকে ২৪ মে পর্যন্ত।
Discussion about this post