শিক্ষার আলো ডেস্ক
২০২৪-২৫ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত ৯ বিশ্ববিদ্যালয়ের ১মবর্ষ স্নাতক (সম্মান) বা স্নাতক শ্রেণিতে ভর্তির জন্য আসন শূন্য রয়েছে। এসব আসন পূরণের জন্য অপেক্ষমান তালিকায় স্থানপ্রাপ্ত প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী বিশ্ববিদ্যালয় ও ডিগ্রি বা বিষয় পছন্দক্রম অনুসারে ফলাফল প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন:রাবিতে বিষয় পছন্দ ও ভর্তির তারিখ পরিবর্তন, ক্লাস শুরু ৩ আগস্ট
বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। তিনটি বিশ্ববিদ্যালয়ে ১২৭টি আসন শূন্য রয়েছে। খুলনা, হবিগঞ্জ ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে এসব আসনে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা। ওয়েবসাইটে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) বা স্নাতক শ্রেণির কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার দ্বিতীয় অটোমাইগ্রেশন শেষ করা হয়েছে।
ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।
Discussion about this post