শিক্ষার আলো ডেস্ক
২০২৫ সালের অনার্স ভর্তি পরীক্ষায় প্রায় সাড়ে পাঁচ লক্ষ শিক্ষার্থী অংশগ্রহণ করতে যাচ্ছে। সারাদেশের জেলা শহরে অবস্থিত ১৩৭টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শনিবার (২৪ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন-হাবিপ্রবির ২য় মেধাতালিকা ২৬ মে’র মধ্যে,ভর্তির তারিখ প্রকাশ
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আগামী শনিবার (৩১ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে। প্রায় সাড়ে পাঁচ লক্ষ পরীক্ষার্থী দেশের জেলা শহরস্থ ১৩৭ টি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। এ লক্ষ্যে ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি ও দিক নির্দেশনা প্রদানের লক্ষ্যে আগামী ২৫ মে দুপুর ১২টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এর সভাপতিত্বে একটি জুম মিটিং এর আয়োজন করা হয়েছে। উক্ত জুম মিটিং এ সংশ্লিষ্ট কেন্দ্রের অধ্যক্ষ/কেন্দ্র সচিবগণকে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘উল্লিখিত জুম মিটিং এর লিংক, আইডি ও পাসওয়ার্ড ইতোমধ্যে সংশ্লিষ্ট কলেজ কেন্দ্রের ই-মেইলে প্রেরণ করা হয়েছে।’
Discussion about this post