মো. সাইদুল ইসলাম চৌধুরী
সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে হিজরি নববর্ষ ১৪৪৭ সালকে বরণ উপলক্ষে আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ নুরুন্নবীর সভাপতিত্বে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের হলরুমে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক আল্লামা সৈয়দ মুহাম্মদ জালাল উদ্দিন আল—আযহারী, মুহাম্মদ মুহিউদ্দিন এবং রেজাউল মোস্তফা রেজা, প্রশাসনিক কর্মকতার্ এনামুল হক ও শিক্ষার্থীবৃন্দ।
আরো পড়ুন-থাইল্যান্ডে আন্তর্জাতিক সম্মেলনে সাউদার্ন ইউনিভার্সিটির সাফল্য
অনুষ্ঠানে বক্তারা হিজরী নববর্ষ ও বিশ্ববিদ্যালয়ের নানাবিধ বিষয়ে আলোচনা করেন। আলোচনায় বক্তারা বলেন, হিজরি নববর্ষ মুসলিম ঐতিহ্যের প্রতীক ও অন্যতম স্মারক। ইসলামী বিধি বিধানসমূহ অনুশীলনের প্রধানতম ভিত্তি। পরে দেশ—জাতি ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতি ও কল্যাণ কামনা করে দোয়া মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
Discussion about this post