শিক্ষার আলো ডেস্ক
দেশে মাদকের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে গঠিত কমিটিগুলোকে কার্যকর করার ব্যবস্থা নিতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দিয়েছে সরকার।
গত সোমবার (৩০ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে।
নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২০২৫ সালের ১৭ জুনের সপ্তম সভার কার্যবিবরণী অনুযায়ী মাদকের কুফল সংক্রান্ত প্রচার প্রচারণা বৃদ্ধি, জনমানুষকে সম্পৃক্ত করে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং এ লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে গঠিত কমিটিগুলোর কার্যক্রম গতিশীল ও দৃশ্যমান করার সিদ্ধান্ত নেওয়া হয়। এমতাবস্থায় মাদকের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এবং এ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে গঠিত কমিটিগুলোর কার্যক্রম গতিশীল ও দৃশ্যমান করার কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হলো।
Discussion about this post