শিক্ষার আলো ডেস্ক
২০২৪-২৫ অর্থবছরে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ অনুদানে টাকা দেবে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে ১ হাজার ২৭৪ শিক্ষার্থীকে মনোনীত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। সারা দেশে মনোনীত প্রত্যেক শিক্ষার্থীকে ১০ হাজার হাজার টাকা করে দেওয়া হবে।
সম্প্রতি মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (বাজেট শাখা) উপ-সচিব লিউজা-উল-জান্নাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের টাকার পরিমাণ-
অনুদান প্রাপ্তদের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তরের ১ হাজার ২৭৪ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা, একাদশ ও দ্বাদশ শ্রেণির ১ হাজার ৪২৮ জন শিক্ষার্থীর প্রত্যেকে ৯ হাজার টাকা এবং ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ৪ হাজার ৪৭ জন শিক্ষার্থীর প্রত্যেকে ৮ হাজার টাকা করে দেওয়া হবে।
এছাড়া দেশের সরকারি-বেসরকারি ১০১টি শিক্ষাপ্রতিষ্ঠানকে বিশেষ অনুদান হিসেবে এক লাখ করে টাকা দেওয়া হবে বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
যেভাবে টাকা পাওয়া যাবে-
এই অর্থ সহায়তা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের মোবাইল নম্বরে পাঠিয়ে দেওয়া হবে। এতে কোনো প্রকার দাপ্তরিক জটিলতা ছাড়াই শিক্ষার্থীরা সহজে তাদের অনুদান গ্রহণ করতে পারবেন।
বিশেষ অনুদান পাওয়া শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা দেখতে নিচের লিঙ্ক গুলোতে ক্লিক করুন-
৬ষ্ঠ থেকে অষ্টম শ্রেণির তালিকা
Discussion about this post