শিক্ষার আলো ডেস্ক
চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী ১৫ জুলাইয়ের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার (০৩ জুলাই) সংবাদমাধ্যমকে এসব কথা জানান শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহবায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এর পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।
তিনি জানান, ‘ফলাফল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। খুব দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। আমরা মন্ত্রণালয়ের সবুজ সংকেতের জন্য অপেক্ষা করছি। সংকেত পেলেই প্রস্তাব পাঠানো হবে।’
সম্ভাব্য তারিখের প্রস্তাব বিষয়ে অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, ‘এটি এখনো চূড়ান্ত হয়নি। তবে যেহেতু মাদ্রাসা বোর্ডের শেষ পরীক্ষা ১৫ মে অনুষ্ঠিত হয়েছে, সেহেতু আমরা ১৫ জুলাইয়ের মধ্যে ফলাফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছি। সবকিছু ঠিক থাকলে এই সময়সীমার মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে।’
আরো পড়ুন-বাউবির এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
প্রসঙ্গত, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ এক হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। দুই হাজার ২৯১টি কেন্দ্রে ১৮ হাজার ৮৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে। এছাড়া, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ছাত্র এক লাখ ৫০ হাজার ৮৯৩ জন এবং ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন ছাত্রী। এই বোর্ডের অধীনে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৭২৫টি। প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৬৩টি।
Discussion about this post