মো.সাইদুল ইসলাম চৌধুরী
সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ও রোটারী ইন্টারন্যাশনাল ক্লাব , জোন—৫, চট্টগ্রাম এর প্রায় ৪০টি ক্লাবের যৌথ উদ্যোগে আজ সোমবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ, আরেফিন নগরে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
পিপি সাইফুদ্দীন আহমেদ, পিএইচএফ এর সভাপতিত্বে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে কর্মসূচির শুভ উদ্বোধন করেন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। এসময় রেজিস্ট্রার এ.এফ.এম মোদাচ্ছের আলী, এস এস এম কেরামতুল আজিম পিন্টু, এসিস্ট্যান্ট কান্ট্রি কো—অর্ডিনেটর, মোঃ মনিরুজ্জামান, ডেপুটি কো—অর্ডিনেটর, মোঃ ফোরকান উদ্দিন, কো—অর্ডিনেটর, পিপি মোঃ আব্দুর রাজ্জাক, পিপি জুবাইদুর রশিদ রনি, পিপি মোঃ মহি উদ্দিন, বিভিন্ন ক্লাবের সভাপতি, সচিব, সদস্য সহ রোটারেক্টরবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন-সাউদার্ন ইউনিভার্সিটিতে “বাস্তব প্রয়োগে ইকো-ইনোভেশন” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা বলেন, মানুষের অস্তিত্ব রক্ষা ও সুস্থ থাকার জন্য বনায়ন অপরিহার্য। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষায় অন্তত ২৫% বনায়ন প্রয়োজন হলেও কিন্তু বর্তমানে আমাদের দেশে এর হার ১০% এর বেশি নয়। সবুজায়ন, জীব বৈচিত্র্য রক্ষা ও অকৃত্রিম খাদ্য উৎপাদনের জন্য বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। পাশাপাশি গাছের যত্ন ও পরিচর্যার উপরও গুরুত্ব দিতে হবে। সবার উচিত সবুজায়ন কর্মসূচিতে সম্পৃক্ত হয়ে বেশি বেশি গাছ লাগানো যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই দেশ বাসযোগ্য হয়। এসময় তারা বৃক্ষরোপণ সংক্রান্ত রোটারী ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনার কথা ব্যক্ত করেন।
Discussion about this post