শিক্ষার আলো ডেস্ক
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি এবং ‘জুলাই উইমেনস ডে’ উপলক্ষে মধ্যরাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করা হয় এক ব্যতিক্রমী ড্রোন শো। নারীদের অবদানকে স্মরণ করতেই এ আয়োজন, যেখানে নানা প্রতিবাদী মুহূর্তের প্রতিচিত্র তুলে ধরা হয় আকাশে আলো ও শব্দের মাধ্যমে।
সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত ১২টার পর শুরু হওয়া এই শো’তে উঠে আসে অভ্যুত্থানকালীন নারীদের সাহসিকতা, মিছিল, স্লোগান ও অংশগ্রহণের দৃশ্য। শো’তে অভ্যুত্থানে নারীদের বিভিন্ন সময়ের আন্দোলনের প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক সহস্র নারী শিক্ষার্থী এই শো উপভোগ করেছেন। এসময় অভ্যুত্থানের সময়ে ছড়িয়ে পড়া বিভিন্ন কথা ও ছবি দেখানো হয়েছে।
আকাশে আলোর রেখায় ভেসে ওঠে জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদের প্রতিকৃতি, বুয়েটে ছাত্রলীগের নির্যাতনে নিহত আবরার ফাহাদ এবং ১৫ জুলাই ছাত্রলীগের হামলায় নির্যাতনের শিকার তন্বীর চিত্র। আরও উঠে আসে বিডিআর হত্যাকাণ্ড ও শাপলা চত্বরে নিহতদের স্মরণে কিছু প্রতীকী দৃশ্য।
ড্রোন শোতে, ‘১৪ জুলাই’, ‘বিডিআর ম্যাসাকার’, ‘এনফোর্সড ডিসঅ্যাপেয়ারেন্স’, ‘শাপলা ম্যাসাকার’, ‘আবরার কিলিং: পরাধীনতার দিনগুলো’, ‘লাইলাতুল ইলেকশন’, ‘পোস্ট ডিলিট করো সমস্যা হবে’, ‘তাহলে কি রাজাকারের নাতি–পুতিরা পাবে’, ‘তুমি কে আমি কে?’, ‘জন্মভূমি অথবা মৃত্যু’, ‘আওয়াজ উঠা’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘শোনো মহাজন আমরা অনেকজন’সহ বিভিন্ন স্লোগান ও ঘটনা প্রতীকীভাবে তুলে ধরা হয়।
Discussion about this post