মো. সাইদুল ইসলাম চৌধুরী
সাউদার্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় আজ বুধবার (১৬ জুলাই) পালিত হলো জুলাই শহীদ দিবস। বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কুরআন তেলাওয়াত, শহীদদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল।
আরও পড়ুন-সাউদার্ন ইউনিভার্সিটিতে রোটারী ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
১৬ জুলাই দিনটি রাষ্ট্রীয়ভাবে শোক পালন করছে পুরো দেশ । দিবসটি উপলক্ষে জুলাই আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া, বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন ও শোক প্রকাশ করেছেন সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান, উদ্যোক্তা—প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, রেজিস্ট্রার, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ ।
Discussion about this post