শিক্ষার আলো ডেস্ক
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) তিন বছর মেয়াদি ব্যাচেলর অব এগ্রিকালচারাল এডুকেশন (বিএজিএড) প্রোগ্রামে ২৫১ টার্মে (জানুয়ারি-জুন, ২০২৫) নতুন শিক্ষার্থী ভর্তি এবং প্রথম, তৃতীয় ও পঞ্চম সেমিস্টারে পুরোনো শিক্ষার্থীদের কোর্স রেজিস্ট্রেশনের মেয়াদ ২১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। কোর্সটি স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (সার্ড) পরিচালিত।
ভর্তির যোগ্যতাসমূহ—
*এইচএসসি (বিজ্ঞান বিভাগ/কৃষিশিক্ষা বিষয়সহ যেকোনো বিভাগ) অথবা কৃষিতে ডিপ্লোমা/সমমানের সার্টিফিকেটধারী এবং ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা জিপিএ ২.০ পেতে হতে হবে।
*আসনসংখ্যা—৮০ প্রতি স্টাডি সেন্টার।
নতুন শিক্ষার্থী ভর্তি ও কোর্স রেজিস্ট্রেশনের টার্ম—
নতুন শিক্ষার্থীরা যে সেমিস্টারে ভর্তি ও পুরোনো শিক্ষার্থীরা যে সেমিস্টারের কোর্স রেজিস্ট্রেশন করতে পারবেন, তার তালিকা দেওয়া হলো।
১. প্রথম সেমিস্টার: নতুন শিক্ষার্থী ভর্তি ২৫১ (জানুয়ারি-জুন, ২০২৫) ব্যাচ।
২. প্রথম সেমিস্টার: দ্বিতীয় সেমিস্টারে পড়াশোনা করা ২৪২ (জুলাই-ডিসেম্বর, ২০২৪) ব্যাচের শিক্ষার্থীরা কোর্স রেজিস্ট্রেশন করবেন।
৩. তৃতীয় সেমিস্টার: চতুর্থ সেমিস্টারে পড়াশোনা করা ২৪১ (জানুয়ারি-জুন, ২০২২) ও ২২২ (জুলাই-ডিসেম্বর, ২০২২) ব্যাচের শিক্ষার্থীরা কোর্স রেজিস্ট্রেশন করবেন।
৪. পঞ্চম সেমিস্টার: ষষ্ঠ সেমিস্টারে পড়াশোনা করা ২২১ (জানুয়ারি-জুন, ২০২২) ও ২০২ (জুলাই-ডিসেম্বর, ২০২০) ব্যাচের শিক্ষার্থীরা কোর্স রেজিস্ট্রেশন করবেন।
১৯টি স্টাডি সেন্টারের ঠিকানা—
নিচের স্টাডি সেন্টারগুলোয় ২৫১ (জানুয়ারি-জুন, ২০২৫) টার্মে প্রথম সেমিস্টারে শিক্ষার্থী ভর্তি করা হবে।
১. কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই), শেরেবাংলা নগর, ঢাকা,
২. কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই), শিমুলতলী, গাজীপুর,
৩. কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই), শেরপুর,
৪. কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই), তাজহাট, রংপুর,
৫. হাজি মো. দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর,
৬. যুব প্রশিক্ষণ কেন্দ্র, তিনমাথা, রেলগেট, বগুড়া,
৭. কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই), গাইবান্ধা,
৮. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর (APPT বিভাগ),
৯. কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই), ঝিনাইদহ,
১০. কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই), ঈশ্বরদী, পাবনা,
১১. রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী (CST বিভাগ),
১২. চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম,
১৩. কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই), খাদিমনগর, সিলেট,
১৪. কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই), দৌলতপুর, খুলনা,
১৫. কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই), ফরিদপুর,
১৬. কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই), রহমতপুর, বরিশাল,
১৭. কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই), হোমনা, কুমিল্লা,
১৮. কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই), বেগমগঞ্জ, নোয়াখালী,
১৯. কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই), আড়াইহাজার, নারায়ণগঞ্জ।
*বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট
Discussion about this post