ক্যারিয়ার ডেস্ক
৪৮তম বিশেষ বিসিএস লিখিত পরীক্ষা (এমসিকিউ) আজ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হয়। শুধু ঢাকার ২০টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে এ পরীক্ষা। আগামী ২১ জুলাই এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
৪৮তম বিসিএস (বিশেষ) থেকে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার। তিন হাজার চিকিৎসকের মধ্যে সহকারী সার্জন নেওয়া হবে ২ হাজার ৭০০ জন আর সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে ৩০০ জন।
Discussion about this post