শিক্ষার আলো ডেস্ক
সম্প্রতি মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা ও যৌথ গবেষণার সুযোগ-সুবিধা বৃদ্ধির পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
বাংলাদেশ ও মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা এবং নেটওয়ার্কিং বিষয়ে এক যৌথ নেটওয়ার্কিং সভায় এ উদ্যোগ নেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) ইউজিসিতে অনুষ্ঠিত এ নেটওয়ার্কিং সেশনে প্রধান অতিথি ছিলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ সুহাদা ওসমান, ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মো. সাইদুর রহমান ও অধ্যাপক ড. মাছুমা হাবিব।
অনুষ্ঠানে বাংলাদেশ ও মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বৃত্তির সুযোগ-সুবিধা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ মাস্টার্স, পিএইচডি ও পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম চালু, বায়োটেকনোলজি ও হেলথ সায়েন্সেস গবেষণায় সহযোগিতা, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ বৃদ্ধি, ভাষা ও সংস্কৃতির বিনিময়, যৌথ গবেষণা আবেদন আহ্বান, উচ্চশিক্ষায় সুশাসন নিয়ে পলিসি ডায়ালগ আয়োজন ও জলবায়ু স্থিতিস্থাপকতা জোরদার বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ফায়েজ বলেন, মালয়েশিয়ায় অনেক বিশ্বমানের বিশ্ববিদ্যালয় রয়েছে। তারা পশ্চিমা বিশ্বের বিশ্ববিদ্যালয়ের মতো একই মানের শিক্ষা দিচ্ছে। তাদের উচ্চশিক্ষা ও গবেষণায় সক্ষমতা রয়েছে। আরও বেশিসংখ্যক শিক্ষার্থী যেন দুই দেশে উচ্চশিক্ষা নেওয়ার সুযোগ পায়, সেজন্য ক্রেডিট ট্রান্সফার ও ভিসা জটিলতা নিরসনসহ বিদ্যমান অন্যান্য সমস্যাগুলো সমাধান করা জরুরি।
মালয়েশিয়ায় শিক্ষা সফরের অভিজ্ঞতা তুলে ধরে ইউজিসির চেয়ারম্যান বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো ক্রমশ উন্নতি করছে এবং বিশ্বমানের শিক্ষা দিচ্ছে। উন্নতমানের গবেষণা পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ে সমৃদ্ধ ল্যাব এবং যোগ্য শিক্ষক রয়েছে। দেশ দুটির সংস্কৃতি ও মূল্যবোধেও মিল রয়েছে। উচ্চশিক্ষা ও গবেষণায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে দেশ দুটির চমৎকার সুযোগ রয়েছে। ইউজিসি এক্ষেত্রে পূর্ণ সহযোগিতা দেবে।
এছাড়া মালয়েশিয়ার রাষ্ট্রদূত সুহাদা ওসমান বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর একসঙ্গে কাজ করার বহু সুযোগ রয়েছে। মালয়েশিয়া সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন উচ্চশিক্ষা দিচ্ছে। দেশটিতে বিশ্ব র্যাংকিংয়ে সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পাওয়া পাঁচটি বিশ্ববিদ্যালয় রয়েছে। জাতির চাহিদা পূরণ ও ভবিষ্যত শিক্ষা ব্যবস্থার উপযোগী মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল, প্রযুক্তি, ব্যবসাসহ বিভিন্ন বিষয়ে পাঠদান করা হচ্ছে। বাংলাদেশি শিক্ষার্থীরা মালয়েশিয়ার অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থায় পূর্ণ আস্থা রাখতে পারেন।
অনুষ্ঠানে বাংলাদেশি শিক্ষক-শিক্ষার্থী, গবেষকদের অধ্যয়ন, গবেষণা, পড়াশোনা ও পাঠদানের অধিকতর সুযোগ সৃষ্টির লক্ষ্যে মালয়েশিয়ার ৫টি বিশ্ববিদ্যালয় ও ইউজিসি পৃথক সমঝোতা স্মারকে সই করে।
Discussion about this post