শিক্ষার আলো ডেস্ক
‘শিশু শহীদদের স্মরণে’ দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে অনুষ্ঠান আয়োজনের জন্য ১৬ কোটি ৩৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
গত বুধবার (১৬ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিএ) অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে সই করেছেন অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ-রাজস্ব, অর্থ বিভাগ) মো. নূরুল ইসলাম। এ আদেশে মহাপরিচালকের অনুমোদন রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, শিশু শহীদদের স্মরণে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘জুলাইকেন্দ্রিক অনুষ্ঠান’ পালন উপলক্ষে সর্বমোট ১৬ কোটি ৩৯ লাখ ১৫ হাজার টাকা সংযুক্ত বিভাজন ও সংশ্লিষ্ট উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর বরাদ্দ ও মঞ্জুরি দেওয়া হলো। সংশ্লিষ্ট দপ্তরের আয়ন-ব্যয়ন কর্মকর্তাদের উল্লিখিত অর্থ ব্যয় করার ক্ষমতা দেওয়া হলো।আদেশে বরাদ্দকৃত অর্থ খরচের ক্ষেত্রে কিছু শর্তজুড়ে দেওয়া হয়েছে।
সেগুলো হলো- এ অর্থ সরকারি বিধি মোতাবেক ব্যয় করতে হবে। শিশু শহীদদের স্মরণে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাইকেন্দ্রিক অনুষ্ঠান ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে ব্যয় করা যাবে না। যে কোনো ধরনের অনিয়মিত ব্যয়ের জন্য আয়ন-ব্যয়ন কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। এছাড়া অব্যয়িত অর্থ ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে ফেরত দিতে হবে বলেও উল্লেখ করা হয়েছে।
Discussion about this post