ক্যারিয়ার ডেস্ক
ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের (টিআইসিআই) অধীনে বিসিআইসি শিক্ষানবিশ স্কিম, ২০২৩–এর শিক্ষানবিশ গ্রেড-২ (অপারেটর) পদে নিয়োগে কিছু প্রার্থীর মৌখিক ও শারীরিক উপযুক্ততা পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এ স্কিমের আওতায় ৬৮৯ জন শিক্ষানবিশ গ্রেড-২ নিয়োগ দেবে টিআইসিআই।
এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অনিবার্য কারণবশত আগামী ৩০.০৭.২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য মৌখিক ও শারীরিক উপযুক্ততা পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব প্রার্থীর মৌখিক ও শারীরিক উপযুক্ততা পরীক্ষা আগামী ২ আগস্ট (২.৮.২০২৫, শনিবার) অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা আড়াইটায় হবে এ পরীক্ষা। ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (টিআইসিআই), পলাশ, নরসিংদীতে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।’
আরও পড়ুন-৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস প্রকাশ
এ ছাড়া অন্য সব প্রার্থীর মৌখিক ও শারীরিক উপযুক্ততা পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। মৌখিক ও শারীরিক উপযুক্ততা পরীক্ষা গ্রহণসংক্রান্ত অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।
বিস্তারিত দেখুন এখানে
Discussion about this post