শিক্ষার আলো ডেস্ক
রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক।রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ৬০ জন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান।
সোমবার (২১ জুলাই) বিকালে ব্রিফিংয়ে ডা. সায়েদুর রহমান জানান, নিহতের মধ্যে সিএমএইচে ১১ জন, কুর্মিটোলা হাসপাতালে ২ জন, বার্ন ইনস্টিটিউটে ১ জন এবং ঢামেকে ১ জন।
তিনি আরও জানান, বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়েছে মোট ১৫০ জন। বিমানের পাইলট বর্তমানে সিএমএইচের আইসিইউতে ভর্তি রয়েছেন।
এ ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহাজারি করছেন আহতদের পিতামাতা, স্বজন ও সহপাঠীরা। ওয়ার্ডগুলোর সামনে বিলাপ করছেন তারা।অভিভাবকরা ছুটে এসে সন্তানকে খুঁজছেন, শুধু পোশাক দেখে শনাক্তের চেষ্টা করছেন। হাসপাতালের করিডোরে অসংখ্য অভিভাবক কান্নায় ভেঙে পড়েছেন। কেউ চিৎকার করছেন, কেউ হতবিহ্বল।কয়েক মিনিট পর পর অ্যাম্বুলেন্স ঢুকছে বার্ন ইনস্টিটিউটে, আর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে যাচ্ছে চারদিকের পরিবেশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ একটি বিকট শব্দ পাওয়া যায়। এর কিছুক্ষণের মধ্যেই মাইলস্টোনের ওই ভবন থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়।
সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণ আগেই একটি ক্লাস শেষ হয়েছে। স্কুলটিতে প্রথম থেকে সপ্তম শ্রেণির ক্লাস চলছিল। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ভবনটিতে আগুন লেগে যায়। পরে সেনা ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কার্যক্রমে যোগ দেন।
Discussion about this post