অনলাইন ডেস্ক
আজ সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আরও দুজন মারা গেছেন। এ নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনজন মারা গেলেন।
এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২০ জন নিহত হয়েছেন।
এ ছাড়া বিভিন্ন হাসপাতালে প্রায় ১৭১ জন চিকিৎসাধীন রয়েছেন। সর্বশেষ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে আরও দুজনের মৃত্যুর খবর এলো। তারা হলেন- মাহেরীন চৌধুরী (৪০) ও আফনান (১৪)। রাত সাড়ে ১০টার দিকে আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেন।
Discussion about this post